Header Ads

গোয়ালপাড়াতে হাতির আক্রমণে দুজন নিহত

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : গোলপাড়ার  রাঙ্গাপাড়া অঞ্চলে গতকাল রাতে বুনো হাতির  আক্রমণে দুই গ্রামবাসী মারা গেছেন। ভাতুরাম রাভা এবং মিঠু মল্লিক নামে দুই ব্যক্তির নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে উদালগুড়ি জেলাতে হাতির তান্ডবে  গ্রামবাসী অতিষ্ঠ। বামুনি পাহাড়ের ১৮টি হাতির মৃত্যু  রহস্য  আজও  উন্মোচিত হয়নি। উজানের দিহিং পাটকাই  বনাঞ্চলে  বন ধ্বংস চলছেই।  বড় বড় গাছ রাতের অন্ধকারে কেটে সীমান্তবর্তী অরুণাচল প্রদেশে চালান করার গুরুতর অভিযোগ করেছে   স্থানীয় সংগঠনগুলো। ব্যাপক বন ধ্বংসের ফলে হাতিরা জনপদে হানা  দিচ্ছে। মানুষের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ছে। তারই করুন পরিণতি গোয়ালপাড়া জেলায় প্রাণ কেড়ে নিল দুই ব্যক্তির।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.