Header Ads

বরাকে ১৫ টি আসনের মধ্যে বিজেপি ৬, কংগ্রেস ৪, এআইইউডিএফ ৫

নয়া ঠাহর, বরাক নিউজ ব‍্যুরো : দিনভর স্নায়ুর চাপ আর চাপা উদ্বেগ,উৎকন্ঠা এবং সংশয়ের  অবসান ঘটিয়ে ২ মে রবিবার রাত ৯ টায় বিধানসভা সব কেন্দ্রের ফলাফল ঘোষণা হওয়ার কিছু স্বস্তির পরিবেশ দেখা দেয়। শাসক দল বিজেপি বরাকে ৬ টি আসন নিয়ে এবার সন্তোষ থাকতে হয়েছে। মহাজোটের প্রার্থীরা ৯ টি আসন ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে। বিজয়ী আসনের প্রার্থীরা হলো - বিজয় মালাকার (রাতাবাড়ী, বিজেপি) ,কৃষ্ণেন্দু পাল (পাথারকান্দি বিজেপি),কমলাক্ষ দে পুরকায়স্থ (উত্তর করিমগঞ্জ,কংগ্রেস), সিদ্দেক আহমদ (দক্ষিণ করিমগঞ্জ, কংগ্রেস), আব্দুল আজিজ (এআইইউডিএফ, বদরপুর), জাকির হুসেন লস্কর (এআইইউডিএফ, হাইলাকান্দি), সুজাম উদ্দিন লস্কর (এআইইউডিএফ, কাঠলিছড়া), নিজামুদ্দিন চৌধুরী (এআইইউডিএফ, আলগাপুর), দ্বিপায়ন চক্ৰবৰ্তী (বিজেপি, শিলচর),করিমউদ্দিন বড়ভূঁইয়া (এআইইউডিএফ, সোনাই), পরিমল শুক্লবৈদ্য (বিজেপি, ধলাই), মিহিরকান্তি সোম (বিজেপি, উধারবন্দ), কৌশিক রাই (লক্ষীপুর, বিজেপি),মিসবাহুল ইসলাম লস্কর (কংগ্রেস, বড়খলা),খলিলউদ্দিন বড়ভূইয়া (কংগ্রেস,কাঠিগড়া)।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.