বদরপুরে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু নৃত্য শিল্পী নয়ন দাসের, শোক বিভিন্ন মহলে
নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুর : কোভিড আক্রান্ত হয়ে আরও একজন মারা গেলেন বুধবার বদরপুরে। মারা গেলেন বদরপুর নৃত্যশ্রী অ্যাকাডেমির কর্ণধার তথা নৃত্য শিল্পী নয়ন দাস। মৃত্যুকালে তাঁর বয়স ৩৪ বছর। বাড়ি বদরপুর ঝর্না কলোনীতে । সূত্রে জানা গিয়েছে, গত ২৫ এপ্রিল ননীগোপাল দাসের ছেলে নয়ন দাসকে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তাঁর পরিবারের লোকজন। নিয়ম অনুযায়ী সোয়াব টেস্ট করা হয়। পরে তাঁর রিপোর্ট পজিটিভ আশে। তাঁকে নিয়ে যাওয়া হয় কোভিড-১৯ ওয়ার্ডে। এরপর, তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। দীর্ঘ কয়েকদিন নয়ন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে বুধবার। মৃত্যুকালে তিনি অসংখ্য গুনমুগ্ধদের রেখে গেছেন। মৃত্যুর খবর বদরপুর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। বুধবার রাতেই প্রসাশনের তত্বাবধানে সম্পূর্ণ প্রটোকল মেনে সীমিত পরিসরে নিকটাত্মীয়ের উপস্থিতিতে বদরপুর রেল স্টেশন সংলগ্ন শ্মশানঘাটে প্রয়াত নয়নের শেষকৃত্য সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন বদরপুর থানার ওসি বিপিন বরা সহ বিশিষ্টজনেরা।









কোন মন্তব্য নেই