Header Ads

অসমের সাংবাদিকদের করোনা প্রতিরোধে প্রথম সারির সেনানী হিসাবে স্বীকৃতি দেওয়া হল


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : অসমে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে করোনা সংক্রমণ প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের  প্রথম সারির সেনানী হিসাবে অসম সরকার  স্বীকৃতি  দিয়েছে। গুয়াহাটি প্রেস  ক্লাবে   ভকসিন    দেওয়া হয় সাংবাদিকদের।   স্বাস্থ্য  মন্ত্র্রী  হিমন্ত  বিশ্ব    শর্মা       উপ স্থিত   ছিলেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.