করোনা থেকে দেশকে বাঁচাতে প্রধানমন্ত্রীকে চিঠি ১২টি বিরোধী দলের
কলকাতা : করোনাকে কেন্দ্র করে জমে উঠেছে জাতীয় রাজনীতি। একদিকে, কেন্দ্র সরকার এবং বিপরীতে প্রায় সবক'টি বিরোধী দল। এদিন
১২টি প্রধান বিরোধী দল একজোট হয়ে চিঠি পাঠিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।
দেশের শোচনীয় অবস্থার হাল ফেরাতে ৯টি পরামর্শ দেওয়া হয়েছে সেই চিঠিতে। দেশের
বর্তমান পরিস্থিতিকে মানব সভ্যতার অবলুপ্তির মতো ট্রাজেডির সঙ্গে তুলনা করা হয়েছে।
মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি এবং কেজরিওয়ালের আম আদমি পার্টি ছাড়া বাকি প্রায়
সমস্ত বিরোধী দলই এই চিঠিতে স্বাক্ষর করেছে।
চিঠিতে বলা হয়েছে, অতীতে বারংবার একসঙ্গে অথবা আলাদাভাবে বিবিধ
বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করেছি যা কেন্দ্র সরকারের কাজে আসত। দুর্ভাগ্যবশত আপনার সরকার হয় সেই সব প্রস্তাব হয় উপেক্ষা করেছে
নয়তো প্রত্যাখ্যান করেছে। আর তার ফলেই এমন ধ্বংসের মতো ট্রাজেডির পর্যায়ে পৌঁছেছে
পরিস্থিতি।
চিঠিতে যে ৯টি কাজের দাবি করা হয়েছে তা হল—
১) দেশ এবং বিদেশে যেখানে যত সোর্স আছে সেখান থেকে প্রতিষেধক
জোগাড়
২) অবিলম্বে দেশজুড়ে বিনামূল্যে গণ টিকাকরণ কর্মসূচি
৩) দেশে টিকা উত্পাদন বাড়াতে লাইসেন্স দিতেই হবে
৪) বাজেটে বলা ৩৫,০০০ কোটি টাকা টিকার জন্য খরচ
৫) সেন্ট্রাল ভিস্তার নির্মাণ বন্ধ করে সেই টাকা অক্সিজেন এবং
টিকার জন্য ব্যয়
৬) পিএম কেয়ার্স-এর সমস্ত অর্থ টিকা, অক্সিজেন এবং চিকিত্সা
সরঞ্জামের জন্য ব্যয়
৭) বেকারদের মাসে ৬০০০ টাকা দেওয়া
৮) দরিদ্রদের বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ
৯) কৃষকদের কোভিড থেকে বাঁচাতে কৃষি আইন বাতিল









কোন মন্তব্য নেই