Header Ads

২ কোটি কোভ্যাক্সিন উত্‍পাদন হবে উত্তর প্রদেশে

 


নয়াদিল্লি : এবার উত্তর প্রদেশের বুলন্দশহরে বিবকল সংস্থায় কোভ্যাক্সিনের ২ কোটি ডোজ উত্‍পাদন করা হবে। কোভ্যাক্সিনের উত্‍পাদনের জন্য ভারত বায়োটেকের সঙ্গে মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত ইমিউনোলজিক্যালস অ্যান্ড বায়োলজিক্যালস কর্পোরেশন লিমিটেড (বিবকোল)-এর।

রাষ্ট্রায়ত্ত সংস্থা বিবকোল ১৯৮৯ সালে বুলন্দশহরে প্রতিষ্ঠিত হয়েছিল। মূলত পোলিও ভ্যাকসিন তৈরির কাজ করে এই সংস্থা। কোভ্যাক্সিনের উত্‍পাদনের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে ৩০ কোটি টাকা অর্থ সাহায্য করা হচ্ছে বিবকোলকে।

অবিলম্বে বিবকোলে কোভ্যাক্সিনের উত্‍পাদন শুরু হয়ে যাচ্ছে। সংস্থার তরফে আগেই জানানো হয়েছিল, সরকারি নির্দেশিকা অনুযায়ী কোভ্যাক্সিন উত্‍পাদনের ক্ষমতা রয়েছে তাদের।

ভ্যাকসিনের উত্‍পাদন বৃদ্ধির জন্য অন্যান্য সংস্থাগুলিকেও যুক্ত করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। এপ্রিল মাসেও মুম্বাইয়ের হ্যাফকিন ইনস্টিটিউটকে কোভ্যাক্সিন উত্‍পাদনের অনুমতি দিয়েছিল কেন্দ্রীয় সরকার।

ইতিমধ্যেই রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ফাইভ আমদানি করার অনুমতি পেয়েছে ডক্টর রেড্ডিজ সংস্থা। কিন্তু এখনও দেশের বাজারে সেভাবে পাওয়া যাচ্ছে না রাশিয়ার এই ভ্যাকসিন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.