পেপার মিলে আবার মৃত্যু, চলে গেলেন সিরাজুদ্দীন মজুমদার, বরাকের কণ্ঠ বড়ই দুর্বল
অমল গুপ্ত, গুয়াহাটি : বরাক উপত্যকায় প্রায় ৪০ লাখ মানুষ কোনো শিল্প নেই। একটি মাত্র শিল্প পাঁচ গ্রাম পেপার মিল টিম টিম করে নয় লাভজনকভাবে চলছিল। রাজনৈতিক দলের শিকার হল। রাজ্যের বিজেপি সরকার কেন্দ্রকে বোঝাতে পারলো না মিল দুটি দেশের উন্নতমানের কাগজ উৎপাদন করে। বিজেপি সমর্থক দুর্নীতিগ্রস্ত বড় মাপের ঠিকাদার অতিরিক্ত মুনাফা লাভের লক্ষ্যে মিল দুটি ভাল হ্যাঁ খুবই ভালোভাবে চলার সময় বাইরের রাষ্ট্র থেকে বেশি দামে কাগজ আমদানি করে মিল দুটিকে পঙ্গু করে দিল, এই অভিযোগের প্রমান হিসাবে গুয়াহাটি আমিনগাঁও কন্টেনার ডিপো চেক করলে জানা যাবে। সেই সময় বিদেশ থেকে কত মেট্রিক টন কাগজ গুয়াহাটি তথা উত্তর-পূর্বাঞ্চলে এসেছিল। সেই সময় পেপার মিল দুটির উন্নতির নামে কেন্দ্র কত কোটি টাকা বরাদ্দ করে ছিল। তার হিসাবকে দেবে? বরাকের বিজেপি নেতারা যদি সজাগ থাকতেন, কেন্দ্রকে প্রশ্ন করার সৎ সাহস থাকতো তবে তবে সিরাজুদ্দিন মজুমদারের মতো ৮৭ জন গরিব শ্রমিককে অভুক্ত অবস্থায় বিন চিকিৎসা বিনা বেতনে প্রাণ দিতে হত না। কংগ্রেস আমলে বরাকের দুর্নীতিগ্রস্থ মন্ত্রী নেতারা পেপার মিলে বাঁশ সরবরাহ করার নামে যে বৃহৎ দুর্নীতিতে জড়িয়েছিল। মিলটি মৃত্যুর এটাও এক কারণ। ভোটে দাঁড়িয়ে শপথ নামাতে কংগ্রেস নেতারা যে হিসাব তুলে দিয়েছেন সেই কোটি কোটি টাকা টাকা তুলে দিল গরিব শ্রমিক দের কিছুদিন অন্তত উপসি জীবন যাপন কমবে। সেই সৎ সাহস কংগ্রেস নেতাদের আছে কি। পাঁচবছর কেটে গেল ৩১ কিলোমিটার রাস্তা আর হল না। ইস্ট ওয়েস্ট করিডোর অধরা এর পিছনে কত কোটি টাকার দুর্নীতি হয়েছে ? হিসাবে একাংশ দুর্নীতিগ্রস্ত নেতা দেবেন কি? বরাকের নেতারা যদি দুর্নীতিগ্রস্ত না হয়ে বরাকের কথা চিন্তা করতেন, বরাকের কন্ঠকে বিধানসভাতে তুলে ধরতে পারতেন। বরাকের প্রতি অবিচারের প্রতিবাদ করতেন তবে বরাককে অবহেলা করার সাহস দেখাতে পারতো না। বরাকের স্বাভিমান দাম পেতো। ভাষা শহিদরা স্বীকৃতি পেতো। দিসপুরের কাছে মাথা নত করে থাকা ছাড়া গত্যন্তর নেই। পেপার মিলের শ্রমিক নেতা মানবেন্দ্র চক্রবর্তী যতই প্রতিবাদ চিৎকার করুন, উত্তর করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক কমলাক্ষ্য দে পুরকায়স্থ যতই বিধানসভাযে প্রতিবাদ করুন না কেন, প্রদীপ দত্ত রায় যতই দাবি করুন না কেন, কিছুই হবে না। কারণ বরাকের কন্ঠ বড়ই দুর্বল। দুর্বল চিত্তের মানুষের কন্ঠ তো দুর্বল হবেই।
কোন মন্তব্য নেই