একজন প্রকৃত দেশ নির্মাতার প্রয়াণ
আমাদের প্রিয় পার্থসারথি চন্দ স্যার একজন ছাত্র নিবেদিত শ্রদ্ধেয় শিক্ষক ছিলেন। তিনি নিঃস্বার্থভাবে প্রজন্মের পর প্রজন্মকে কেবল ইংরেজী সম্পর্কেই নয়, জীবনের সার্থকতার পাঠও শিখিয়েছিলেন।তাঁর ক্লাসে ছাত্র হিসাবে বসার পর কয়েক দশক অতিক্রান্ত হয়েছে, তবুও ছাত্রদের জ্ঞান দানের জন্য তার উসর্গিত জীবনের কথা আজও আমাদের জীবনের পাথেয় হয়ে আছে। প্রকৃত অর্থে, তিনি ছিলেন একজন দেশ নির্মাতা।
[অনন্য দাস, সিনিয়র প্রফেসর, ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা কলেজ অফ মেডিসিন, মার্কিন যুক্তরাষ্ট্র।]
[সৌজন্যে: দৈনিক যুগশঙ্খ, মে ২৯, ২০২১]









কোন মন্তব্য নেই