Header Ads

দেশে করোনা সংক্রমণ হ্রাস, মৃত্যু হার কমছে, জাগাচ্ছে আশা

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি দেশে করোনা সংক্রমণ হ্রাস পাচ্ছে। মৃত্যুর হার কমছে।  হতাশ বিপর্যস্ত মানুষের মনে   আশার কিরণ লক্ষ্য করা যাচ্ছে।  দ্বিতীয় ওয়েভ শেষের পথে।  তৃতীয় ওয়েভ দেশের  শিশু যুবদের আক্রমণ করবে বলে দাবি করা হচ্ছে। তবে  এখনও ভয়ের সেরকম কিছু দেখা যায় নি। ভ্যাকসিন  কোভিশিল্ড, কভ্যাক্সিন   ছাড়াও রাশিয়ার স্পুটনিক ভি  দেওয়া চলছে। এপর্যন্ত প্রায়  ২২ কোটিকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।  কেন্দ্রীয়  তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেকর বলেছেন, ডিসেম্বরে আগে আগে দেশে আর ভ্যাকসিনর আকাল হবে না। সবাই ভ্যাকসিন পাবে।  দেশে করোনার গ্রাফ কমতে শুরু করেছে।নতুন করে ২৪ ঘন্টায় মৃত্যুর  সংখ্যা  চার হাজার থেকে কমে ,৬১৭  হয়েছে। এই সময় দেশে  আক্রান্তরে   সংখ্যা তিন লাখ থেকে কমে হয়েছে লাখ ৮৪ হাজার। আরোগ্যের হার হয়েছে ৯০.৮০ শতাংশ।  দেশে লকডাউন, কারফিউ মানুষের মধ্যে  সজাগতা বৃদ্ধি, মাস্ক পড়া,   শারীরিক দূরুত্ব বিধি মেনে চলার জন্যে  সংক্রমণ হ্রাস পেয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রক মনে করছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.