Header Ads

যোগী রাজ্যে নদীতে কোভিড আক্রান্ত দেহ ফেলে দেওয়ার ছবি দেখে দেশবাসী আঁতকে উঠল

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : দেশের পবিত্র নদী গঙ্গা, যমুনা সহ ৪৫টি নদী দূষিত, সংসদে কেন্দ্রীয় সরকার সেকথা জানিয়েছিল। বলেছিল, এই জলে কলিফর্ম জাতীয়  বিষাক্ত  পদার্থ আছে। এই অশুদ্ধ জল পান করা যাবে না। কেন্দ্রীয় সরকার প্রায় চার হাজার কোটি টাকা খরচ করে, ‘’নমামী   গঙ্গা  নামে’’ পরিষ্কার করে শোধন করেছিল। আর আজ গঙ্গা ও অন্যান্য নদীতে হাজার হাজার করোনা আক্রান্ত মরদেহ ফেলা হচ্ছে। জনগণ সচেতন নয়, সরকার  সচেতন নয়। এত বড় অপরাধ করার পরও শাস্তি হয় না। পবিত্র  গঙ্গার উপনদী রাপ্তিতে  পি পি কিট  পড়ানো এক কোভিড আক্রান্ত মরদেহ ফেলতে   দেখা গেল টিভির পর্দায়। দেশের মানুষ স্তম্ভিত হয়ে গেল। উত্তরপ্রদেশের বলরামপুর জেলার  রাপ্তি নদীতে  এই মরদেহ ফেলার কথা স্বীকার করে নিয়েছে জেলা প্রশাসন। জেলা স্বাস্থ্য আধিকারিক  বি বি সিং বলেছেন, যে মরদেহ নদীতে ফেলেছে  তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। উত্তরপ্রদেশের সরকারের উপর দেশবাসীর আর আস্থা নেই। কারও শাস্তি হয় না। সুপ্রিমকোর্ট রায় দিয়েছিল করোনা প্রতিশোধক নিয়ে যারা   কালোবাজারি করবে শাস্তি হিসেবে ফাঁসি  দিতে হবে। পবিত্র  গঙ্গা নদীতে হাজার মরদেহ ফেলে  আড়াই হাজার কিলোমিটার গঙ্গা নদীকে অপবিত্র করা হল দূষিত করা হল। করোনা  সংক্রমণ শত গুণ বেড়ে গেল। এর পরেও কি শাস্তি হবে না?

 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.