Header Ads

ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডবে বাঘের মৃত্যু


কলকাতা : পশ্চিমবঙ্গে  ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডবে সুন্দরবনে এক বাঘের মৃত্যু হয়েছে। হারিখালী ক্যাম্পের কাছে অসুস্থ  হয়ে পড়েছিল।সাজনেখালী ক্যাম্পে চিকিৎসা করার পরও বাঁচানো যায়নি। সুন্দরবনে বহু বাঁধ ভেঙে যাওয়ার ফলে  বাঘ, হরিণ, কুমির, সাপ গ্রামাঞ্চলে দাপিয়ে  বেড়াচ্ছে। বাঘ প্রকল্প  জাল দিয়ে ঘিরে রাখা হয়েছিল তাও ছিড়ে গিয়ে  সাগরের নোনা জল ঢুকে আতঙ্ক ছড়িয়েছে। আমফনের ঘূর্ণিঝড়ের পর বহু বাঁধ তৈরি করা হয়েছিল, সব ভেঙে গেছে বলে অভিযোগ এসেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.