বদরপুর যুব মোর্চার কেন্দ্রীয় সরকারের সপ্তম বর্ষ সেবামূলক কাজের মাধ্যমে পালন
সুব্রত দাস, বদরপুর : ভারতে করোনা সংক্রমনের গ্রাফ নীচে দিকে নামলেও বরাকের প্রতিদিন করোনা সংক্রমন বাড়ছে। এতে পিছিয়ে নয় বদরপুরেও। এই করোনা পরিস্থিতিতে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার সদস্যরা বিভিন্ন সেবা মুলক কাজ হাতে নিয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের দ্বিতীয়বর্ষ তথা সপ্তমবর্ষ পূর্তি উপলক্ষে রবিবার বদরপুর মন্ডলের যুব মোর্চার সদস্যরা সেনিটেশন কার্যক্রম হাতে নেয়। এই সেনিটেশন বদরপুর মাছ বাজার,সব্জি বাজার,দোকান-পাট,হনুমান মন্দির সহ বাজারের প্রতি চত্বরে সেনিটেশন করেন বদরপুর মন্ডলের যুব মোর্চার সদস্যরা। এতে উপস্থিত ছিলেন আশীষ দাস,বৃকি দাস,বৃকি রায় কর্মকার,পাঞ্চালী দেব, রাজু ঘোষ, নির্মল দাস ও অন্যানরা।
কোন মন্তব্য নেই