আর্থিক ভাবে স্বাবলম্বীদের রেশন কার্ড ফিরিয়ে দেওয়ার আহ্বান খাদ্য মন্ত্রী রঞ্জিত কুমার দাসের
নয়া ঠাহর,গুয়াহাটি:যারা আর্থিক ভাবে স্বচ্ছল , যাদের রেশনে সুলভ মূল্যের চালের প্রয়োজন নেই। কেবল স্ট্যাটাস সিম্বল হিসাবে কার্ড টি রেখে দিয়েছে তাদের স্বইচ্ছায় রেশন কার্ড ফিরিয়ে দেওয়ার বিনম্র আবেদন জানান খাদ্য মন্ত্রী রঞ্জিত কুমার দাস। তিনি আজ এক সাংবাদিক সম্মেলনে এই আহ্বান জানিয়ে বলেন কেন্দ্রীয় সরকারের অন্ন সুরক্ষা যোজনা দারিদ্র সীমার তলে বাস করা মানুষদের জন্য ,বড়লোক দের জন্য নয়। অথচ তারা এই সুলভ মূল্যের চাল না তুলে ব্যবসায়ীদের মুনাফা বাড়াচ্ছে। তিনি প্রধানমন্ত্রীর আহ্বানের প্রসঙ্গ তুলে বলেন তিনি আর্থিকভাবে স্বচ্ছল ব্যাক্তিদের সুলভ মূল্যের এল পি জি গ্রহণ না করার আহবান জানিয়ে খুব ভাল সাড়া পেয়েছিলেন।
কোন মন্তব্য নেই