Header Ads

মুখ্যমন্ত্রীর নির্দেশে সিন্ডিকেট রাজ, মাদক বিরোধী অভিযান

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : মুখ্যমন্ত্রী  হিমন্ত বিশ্ব শর্মা ক্ষমতায় বসেই রাজ্যের যুব প্রজন্মকে  নিঃশেষ করা  ভয়ঙ্কর মাদক দ্রব্য অভিযান শুরু করেছেন। পাশে পেয়েছেন ডিজিপি  ভাস্করজ্যোতি  মহন্তের  মতো সুদক্ষ পুলিশ অফিসারকে। রাজ্যের সীমান্তের  দায়িত্বে থাকা একাংশ পুলিশ  অফিসার   ঘুষ নিয়ে যাকে তাকে বিদেশি নোটিশ ইস্যু করে ভারতীয় নাগরিককে হেনস্থা করার, গরু  পাচার, কয়লা পাচার, মাদক পাচার প্রভৃতি বহু অভিযোগ আছে। ধুবুড়ি, করিমগঞ্জ, বাংলাদেশ সীমান্তে  এই ধরণের  একাংশ অসাধু পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও রাজনীতিবিদের মদত, দিসপুরের সমর্থন থাকার ফলে  শাস্তি দেওয়া সম্ভব হয়নি।  কংগ্রেস আমলে এই অসাধু  পুলিশ অফিসারদের রমরমে কালো ব্যবসা  চলেছে। বিজেপি মুখ্যমন্ত্রী  সর্বানন্দ সনোয়াল   কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করতে পারেননি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একজন  কড়া ধাতের বিচক্ষণ  বিজেপি নেতা। রাজ্যকে হাতের তালুর মত চেনেন। এই কয়েক দিনে প্রায় ৬০ জন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে, ৩২  জনের বিরুদ্ধে পুলিশ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বেশ কয়েক কেজি হেরোইনগাঞ্জা সহ অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করেছে। ধুবুড়ি জেলা থেকে পুলিশ সুপার আনন্দ মিশ্র নগাঁও জেলার দায়িত্বে এসে তীব্র মাদক বিরোধী অভিযান শুরু করেছেন।  ধুবুড়ি জেলার দায়িত্বে গিয়েই নতুন পুলিশ সুপার অভিজিৎ গৌরব আজ সীমান্তের দায়িত্বে থাকা জ্যোতিন দাস নামে এক ডি এস পিকে আটক করে   জিজ্ঞাসা বাদ শুরু করেছেন। যা অভাবনীয়। এই জেলার  প্রায় ১০০  কিলো মিটার বাংলাদেশ সীমান্ত  গরু পাচার অস্ত্রশস্ত্র মাদক  সহ অবৈধ অনুপ্রেবেশের স্বর্গ রাজ্য।  চাল, কেরোসিন, ডাল, সার  প্রভৃতি  বাংলাদেশে  চোরা চালানের  একমাত্র  নিরাপদ  করিডোর। একাংশ  পুলিশ, রাজনীতিবিদ, বিভিন্ন সংগঠন, বেআইনি সংগঠন, এমন কি একাংশ সংবাদ মাধ্যমের প্রতিনিধি জড়িত বলে অভিযোগ ওঠে থাকে।  তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার  সৎ সাহস এতদিন কোনো   সরকার দেখাতে পারেনি।  ডি এসপি কে মাদক, গরু প্রভৃতি পাচারের সঙ্গে জড়িত বলে  পুলিশ দাবি করেছে। তার হেফাজত থেকে চারলাখ ২৩ হাজার টাকা পুলিশ বাজেয়াপ্ত করেছে। বরাকের   সুতার কান্দি বাংলাদেশ  সীমান্ত   থেকে ৯ টি কয়লা বোঝাই ট্রাক  পুলিশ ধরেছে বলে  জানা গেছে। বরাকের সিন্ডিকেট রাজ খতম করার কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।  ধুবুড়ির পুলিশ সুপার অভিজিৎ গৌরব  বলেছেন গরু  সিন্ডিকেটের  সঙ্গে জড়িত  বর্ডার  ডি এস পি জ্যোতিন দাস এবং রফিকুল প্রামানিককে গ্রেফতার করা হয়েছে   ছাগলিয়া গেটে গরু পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।   ডিফু থেকে মাদক  চোরা কারবার করা বিদ্যুত বিভাগের এক জুনিয়র ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করা হয়েছে। সারা রাজ্যে ব্যাপক হারে  মাদক  পাচার চলছে, গুয়াহাটি মহানগরের  অভিজাত পরিবারের   ছাত্র-ছাত্রীরা নিয়মিতভাবে মাদক ব্যবহার করে থাকে বলে অভিযোগ এসে থাকে।

 






কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.