করোনার সঙ্গী প্রাকৃতিক দুর্যোগ
নয়া
ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : আমফান, টাওকতে, ইয়াস এবার গুলাব, নামে এক
ঘূর্ণিঝড় আসছে। আরব
সাগরে দানা বাঁধছে ঘূর্ণিবর্ত, মরসুম
ঢুকে গেছে কেরলে। বাংলা, অসমে ঢুকে যাবে। তার প্রভাবে বৃষ্টিপাত।
আগামী ১০ জুন
সূর্য্য গ্রহণ, দুপুর ১.৪২ মিনিটে
শুরু হবে চলবে ৬.৪১ মিনিট
পর্যন্ত। চার পাশে অন্ধকারে ঢাকা
পড়ে যাবে। অসমে আজ
আবার মৃদু ভূমিকম্প হয়েছে। করোনার দ্বিতীয় ওয়েভ প্রায় শেষের পথে। বয়স্কদের পর
তৃতীয় ওয়েভ আসছে শিশুদের আক্রমণ করবে বলে বিশেজ্ঞরা পূর্বাভাস দিয়েছে। গত ২৪ ঘন্টায়
আক্রান্তের সংখ্যা তিন
লাখের অনেক নীচে চলে গেছে। দেশে ১৫ জুনের পর করোনা অনেকটা কমবে বিপর্যস্ত মানুষ সেই
দিকে চেয়ে আছে। একদিনে ২ লাখ
আক্রান্ত হয়েছে, ২ লাখ ৮০ হাজারের
বেশি। ভ্যাকসিন দেওয়ার
কাজ চলছে। জুন
মাসে ১২ কোটি
ভ্যাকসিন জোগার করেছে কেন্দ্র। অসমে ১৮ থেকে ৪৫ বছরের ভ্যাকসিনের
অভাব জুন মাসে মিটবে বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
দিল্লি যাবার আগে বলে গেছেন। বলেছেন, ১৫ জুনের
পর আনলক প্রক্রিয়া শুরু হবে। অসমে
ব্ল্যাক ফাংগ্যাসের
দ্বিতীয় কেস ধরা পড়েছে বরাকে। যা মারাত্বক এক রোগ শিলচর
মেডিক্যাল। কলেজের
অধ্যক্ষ ডাক্তার বাবুল বেজবড়ুয়া, উপাধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত গতকাল এক
সাংবাদিক সম্মেলনে শিলচরে বলেছেন, প্রাথমিক তদন্তে কালো
ছত্রাক বলেই অনুমান করা হচ্ছে। তবে চূড়ান্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা
যাবে না। অসমের স্বাস্থ্য বিভাগ এই
রোগকে মহামারি হিসাবে গণ্য করে চিকিৎসা
করছে। ডিব্রুগরের রোমাই চা বাগানের কাছে আজ করোনা
আক্রান্ত মরদেহ ফেলে পালানোর অভিযোগ পাওয়া গেছে।
কোন মন্তব্য নেই