Header Ads

অপহৃত রিতুল শইকিয়াকে ছেড়ে দিয়ে কথা রাখলো আলফা

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : আলফা কথা রাখলো তাদের হাতে থাকা ও এন জি সির কর্মী  রিতুল ইকিয়াকে আজ ছেড়ে দিয়েছে। আজ নাগাল্যান্ডের মন জেলাতে ছেড়ে দেওয়া হয় বলে সংবাদ সূত্র থেকে জানা গেছে। আলফার কমান্ডার ইন চিফ  পরেশ বড়ুয়া মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার   কাতর আবেদনের পরেই তাকে ছেড়ে দেওয়ার  আশ্বাস দেন। তিনি গুয়াহাটিতে দুটি টি ভি সি চ্যানেল  ডি ওয়াই৩৬৫- এর বিশেষ প্রতিনিধি অতনু ভূঁইয়া এবং নিউজ লাইফ-এর সি এম    জারির হোসেনকে   সরাসারি ফোন করে এই  আশ্বাস দেন।  মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা আলফার কাছে কাতর আহবান জানিয়ে গতকাল  বলেছিলেন একজন  মুখ্যমন্ত্রী হিসাবে নয় পুলিশ  মিলিটারি বেষ্টিত  হয়ে  দম্ভ বা  অহং কার  দেখিয়ে  নয়, একজন সাধারণ  অসমীয়া যুবক হিসাবে  বিনম্র অনুরোধ  ও এন জি সির কর্মী রাতুল ইকিয়াকে   ছেড়ে দিন। তার এই আবেদনের ১২/১৩ ঘন্টা বাদেই আজ ছেড়ে দেওয়া হল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.