Header Ads

দেবব্রত শইকিয়া আবার বিরোধী দলপতি

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : অসম  বিধান সভার পঞ্চদশ প্রথম অধিবেশনের আগে কংগ্রেস সভানেত্রী সোনিয়া  গান্ধীর অনুমোদন পেয়ে  প্রাক্তন মুখ্যমন্ত্রী হিতেস্বর ইকিয়ার পুত্র দেবব্রত ইকিয়া  বিরোধী দল  নেতার পদে বসলেন। উপ দল নেতা হলেন সামগুড়ির বিধায়ক রকিবুল হোসেন, চিফ হুইপ পদে  দক্ষিণ শালমারার বিধায়ক ওয়াজেদ আলী চৌধুরী, বিধানপরিষদ দলের সচিব  মরিয়ানীর বিধায়ক রূপজ্যোতি কুর্মি, ডেপুটি চিফ হুইপ পদে  উত্তরকরিমগঞ্জের  বিধায়ক কমলাক্ষ্য দে পুরকায়স্থ, পরিষদীয় মুখপাত্র নিযুক্ত হয়েছেন  সুশান্ত  বড়গোহাই, কোষাধ্যক্ষ পদে নিযুক্তি পেয়েছেন রকিবউদ্দিন আহমেদ। এই সব পদে চূড়ান্ত সিলমোহর দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন  বরা। কংগ্রেস দলের সদস্য সংখ্যা কমে গিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায়গত বিধানসভার শেষ দিকে নাজিরার বিধায়ক দেবব্রতকে তার বিরোধী দল পতির পদ হারাতে হয়। তিনি আবার একই পদে বসলেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.