Header Ads

করোনা পরিস্থিতর মধ্যে বিধানসভার অধিবেশন শুরু হল

অমল গুপ্ত গুয়াহাটি : দেশের সঙ্গে  অসমেও   করোনা সংক্রমণ জটিল  হয়েছে।  রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে ৬৫৭৩ জন   আক্রান্ত হয়েছে। ৭৪ জনের  মৃত্যু হয়েছে। করোনার সঙ্গে ব্ল্যাক  ফ্যাঙ্গাস নতুন রোগ  ভাবিয়ে তুলেছে।  অসমে  লকডাউন চলছে। আজ থেকে আর্ন্তজেলা  যোগাযোগ ১৫ দিনের জন্য বন্ধ করার   ঘোষণা করা হয়েছে। এই জটিল করোনা   অতিমারির মধ্যে   সংবিধানিক   পরম্পরা রক্ষার তাগিদে অসম বিধানসভার ১৫তম  বিজেপি জোট সরকারের প্রথম  অধিবেশন   বসে। বিজেপি অগপ এবং ইউ পি পি এল জোট   সরকারের প্রধান নতুন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার   সরকার  বারের অগপ বিধায়ক প্রাক্তন মন্ত্রী ফনি ভূষন  চৌধুরীকে স্পটেম  স্পিকার  নির্বাচন করেন   তিনি   আজ বিধানসভার ১২৫ জন  বিধয়ককে   শপথ  বাক্য পাঠ করান। আজকে বিধানসভাতে  রাজ্যসভার প্রাক্তন  সদস্য   বি টি এ ডি অঞ্চলের  পানেরি  বিধানসভার ইউ পি পি  এল দলের বিধায়ক  বিশ্বজিৎ  দৈমারীকে  অধ্যক্ষ এবং কার্বিযানলং জেলার  বোকাজান  কেন্দ্রের  দ্বিতীয় সময়ের   বিজেপি দলের   বিধায়ক   ডাক্তার  নুমল মোমিনকে   উপাধ্যক্ষ পদে  নির্বাচন  করা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন  একজন ব্রাহ্মণ  সম্প্রদায়ের প্রতিনিধি, আর   বিধান সভার  অধ্যক্ষ ও  উপাধ্যক্ষ পদের প্রতিনিধি হলেন উপজাতি   জনগোষ্ঠীর   মানুষ। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এই  ভাবেই  সরকারে  জনগোষ্ঠীর  মধ্যে   ভার সাম্য  বজায়  রাখার চেষ্টা    করা হল।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.