Header Ads

অসমের মুখ্যমন্ত্রী পদে হিমন্ত বিশ্ব শর্মা, প্রস্তাবক সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল

অমল গুপ্ত, গুয়াহাটি : অসমের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে ৬০ জন বিধায়কেরই   সমর্থনে সর্বসম্মতভাবে মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হলেন হিমন্তবিশ্ব শর্মা। কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র  সিং তোমর  আনুষ্ঠিকভাবে তার নাম ঘোষণা করেন। মূল্যবোধহীন রাজনীতিতে  সৌজন্যতার উজ্জ্বল নজির স্থাপন করলেন  আপাদমস্তক ভদ্রলোক সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী  সর্বানন্দ সনয়াল। মুখ্যমন্ত্রী পদে হিমন্তের নাম ঘোষণার পর সর্বানন্দ সনয়াল সহকর্মী বন্ধু হিমন্তের পিঠ চাপড়ে গলায় গামছা পড়িয়ে দেন। অসম বিধানসভার বিজেপি কার্যয়ে একই সঙ্গে  একই গাড়িতে হিমন্ত-সর্বানন্দ  প্রবেশ করেন। সর্বানন্দ প্রথম নাম প্রস্তাব করার পর তাকে সমর্থন করেন বিজেপি রাজ্য সভাপতি রঞ্জিত দাস এবং হাফলঙের বিজেপি   সদস্য নন্দিতা গার্লসা কেন্দ্রীয় পর্যবেক্ষক নরেন্দ্র সিং তোমার মুখ্যমন্ত্রী নাম ঘোষণার আগে উপস্থিত ৬০ বিজেপি সদস্যদের আর্জি জানান কে কে হিমন্ত  বিশ্ব শর্মাকে সমর্থন করছেন তারা হাত তুলে তালি বাজান। ৬০ জন বিধায়ক হাত তুলে তালি বাজান। মঞ্চে উপবিষ্ট সর্বানন্দ সনয়ালও  তালি  বাজান। ১২৬ জন বিধানসভার ম্যাজিক ফিগার ৬৪ জন। মন্ত্রীসভা গড়তে ৬৪ টি আসন লাগবে। এই বৈঠক চলার আগে  অগপ তাদের পরিষদীয় দলের বৈঠকে জন বিধায়ক  সিদ্ধান্ত নেয় বিজেপি  দলে যাকেই  পরিষদীয় দলে নেতা  নির্বাচন করবে অগপ তাকেই  সমর্থন জানাবে। দলের সভাপতি অতুল বরার পৌরহিত্যে অগপর বৈঠক অনুষ্ঠিত হয়। অপর শারিক ইউ পি পি এল-এর জন  বিধায়ক  ও বিজেপির নেতাকে সমর্থনের সসিদ্ধান্ত ঘোষণা করেছেন পরিষদীয় নেতা  প্রমোদ বড়ো। ১২৬ আসন বিশিষ্ট বিধানসভাতে জোট সরকারের মোট সদস্য হল ৭৫ জন। আজ বিকালে রাজ্যপাল জগদীশ মুখীর কাছে বিজেপি জোট মন্ত্রী সভা গঠনের দাবি জানাতে তিন দল যাবে। সঙ্গে  প্রাক্তন মুখ্যমন্ত্রী  সর্বানন্দ সনয়ালও যাবেন। আগামী কাল  শংকরদেব কলক্ষেত্রে  শপথগ্রহণ অনুষ্ঠানের  সব প্রস্তুতি সম্পূর্ণ।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.