বরাকের ভাষা আন্দোলন বিষয়ে গৌহাটী বিশ্ববিদ্যালয়ের পি এইচ ডি ডিগ্রি প্রদান
(১৯৬১-৭২ সালে বরাক উপত্যকর ভাষা আন্দোলনগুলোতে
মহিলাদের অংশগহন)।ইংরাজিতে দাখিল করা এই গবেষণার গাইড ছিলেন অধ্যাপিকা শীলা বরা।
তার গবেষণাকর্মে গাইড ছাড়াও কলকাতার ডঃ সুকুমার বিশ্বাস (আসামে বাংলাভাষা আন্দোলন
ও বাঙগালি প্রসঙগ গ্রন্থের প্রণেতা), অধ্যাপক নিশীথ রন্জন দাস ও লেখক ইমাদ
উদ্দিন বুলবুল তাকে প্রভুত সাহায্য করেন।
আনোয়ারা বেগম মজুমদার ইতিপূর্বে কেন্দ্রিয়
সরকারের বৃত্তি নিয়ে চেন্নাই এর রাজীব গান্ধি ন্যাশনাল ইনস্টিটিউট
অব ইয়থ ডেভেলাপমেনট্ লিঙগ চর্চা বিষয়ে এম এ
করেন। বর্তমানে তিনি শিক্ষকতায় নিযুক্ত আছেন।









কোন মন্তব্য নেই