Header Ads

বরাকের ভাষা আন্দোলন বিষয়ে গৌহাটী বিশ্ববিদ্যালয়ের পি এইচ ডি ডিগ্রি প্রদান


সংবাদদাতা, গুয়াহাটিঃ এবার গৌহাটী বিশ্ববিদ‍্যালয় বরাকের ভাষা আন্দোলন বিষয়ে পি এইচ ডি ডিগ্রি প্রদান করে সম্প্রীতির অনন‍্য নজির গড়ল। এই বিশ্ববিদ্যালয়ের  নারীবিদ‍্যা চর্চা বিভাগের অ ধীনে হাইলাকান্দি জেলার সৈদবন্দ দ্বিতীয় খন্ড গ্রামের আনোয়ারা বেগম মজুমদার দীর্ঘ সাতবছর ধরে গবেষণা করে সম্প্রতি পি এইচ ডি ডিগ্রি লাভ করেন। তার গবেষণার বিষয় ছিল- Women's Participation In The Language Movements Of The Barak Valley 1961 -72.

(১৯৬১-৭২ সালে বরাক উপত‍্যকর ভাষা আন্দোলনগুলোতে মহিলাদের অংশগহন)।ইংরাজিতে দাখিল করা এই গবেষণার গাইড ছিলেন অধ‍্যাপিকা শীলা বরা। তার গবেষণাকর্মে গাইড ছাড়াও কলকাতার ডঃ সুকুমার বিশ্বাস (আসামে বাংলাভাষা আন্দোলন ও বাঙগালি প্রসঙগ গ্রন্থের প্রণেতা), অধ‍্যাপক নিশীথ রন্জন দাস ও লেখক ইমাদ উদ্দিন বুলবুল তাকে প্রভুত সাহায‍্য করেন।

আনোয়ারা বেগম মজুমদার ইতিপূর্বে কেন্দ্রিয়  সরকারের বৃত্তি নিয়ে চেন্নাই এর রাজীব গান্ধি ন‍্যাশনাল ইনস্টিটিউট  অব  ইয়থ ডেভেলাপমেনট্ লিঙগ চর্চা বিষয়ে  এম এ করেন। বর্তমানে  তিনি শিক্ষকতায় নিযুক্ত  আছেন।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.