সাংসদ ডাক্তার রাজদীপ রায় হাতে ছুরি কাঁচি ধরে শিলচরের অপারেশন টেবিলে
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : বরাক
উপত্যকার রাজনীতি অঙ্গনে
এই মুহূর্তে শক্তিশালী নেতা শিলচরের
সংসদ ডাক্তার রাজদীপ রায়। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা আর বিজেপি সভাপতি রঞ্জিত
দাসের ঘনিষ্ট দক্ষ
অস্থি বিশেষজ্ঞ ডাক্তার
রায় অনেক দিন
বাদ অপারেশন
টেবিলে এক মহিলার
হিপ ফ্যাকচারের সফল
অপারেশন করলেন। মেডিক্যাল
কলেজ থেকে শুরু ইউনাইটেড
কিংডম থেকে এম সি এইচ ডিগ্রি, দিল্লির এপেলো বিরাট
অভিজ্ঞতা নিয়ে রাজনীতির ব্যস্ততার
মাঝে ডাক্তার রায় হাতে
ছুরি কাঁচি ধরে সবাইকে
অবাক করে দিলেন। বরাকের বিশিষ্ট রাজনীতিবিদ বিমলাংসু রায়ের পুত্র বিজেপি। সাংসদ
আজ দিসপুরের
মন জয় করেছেন। যা আগে দেখা
যায়নি। এই সুসম্পর্ক বরাকের উন্নয়নে সহায়ক হবে। ভবিষ্যতে
যদি দিসপুর রাজদীপকে স্বাস্থ্য বিভাগের দায়িত্বে আনে তবে বিস্মযের কিছু নেই। কারণ
ভুমিধর বর্মনের পর স্বাস্থ্য মন্ত্রীর দায়িত্বে কোনো ডাক্তারকে দেখা যায়নি।









কোন মন্তব্য নেই