কাজিরঙার গন্ডার বাঁচাতে মুখ্যমন্ত্রীর বৈঠক
অমল গুপ্ত, গুয়াহাটি : কাজিরঙার এক খড়গ বিশিষ্ট বিরল প্রজাতির গন্ডার সারা বিশ্বের কাছে অসমের গৌরব বাড়িয়েছে। তার জন্যেই বিশ্বের পর্যটকরা ছুটে আসেন। প্রায় প্রতি বছর সেই বিপন্ন প্রাণী গন্ডার বন্যায় ভেসে যাচ্ছে বিশ্বের কাছে অসমের ছবিকে ম্লান করেছে। হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করে এই প্ৰথম কাজিরাঙ্গার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখলেন। নিজে হেলিকপ্টার থেকে কাজিরাঙ্গাকে ভিডিওগ্রাফি করে বন্যার প্রাক মুহূর্তের ছবি বন্দি করে রাখলেন। বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, কেশব মহন্ত অজন্তা নেওগ কাজিরঙা উদ্যান অধিকর্তা পি শিবকুমার, বন কর্তা এস এম সিংকে সঙ্গে নিয়ে কাজিরঙার আশ পাশের পাঁচ ডিসি এবং এস পি ও পদস্থ অফিসারদের সঙ্গে উচ্চ পর্যায়ে বৈঠক করেন। আসন্ন বন্যায় যাতে একটি গন্ডারও ভেসে না যায় তা রোধ করতে সব ধরনের প্রয়াস চালাবার কড়া পদক্ষেপ করতে বলেন। তিনি গন্ডার হত্যা বন্ধে যাবতীয় বাবস্থা গ্রহণের নির্দেশ দেন। এক স্পেশাল টাস্ক ফোর্স গঠন করে দেন। ১০ টি স্যাটেলাইট ফোন দেবার কথা জানান। বন কর্মীদের রেশন ৮৫০ টাকা থেকে বৃদ্ধি করে ২০০০ টাকা করার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েই রাজ্যে ব্যাপক হারে মাদক সরবরাহ কারীদের বিরুদ্ধে কড়া অভিযান শুরু করার নির্দেশ দিয়েছেন। বরাক ব্রহ্মপুত্র উপত্যকার শতাধিক হেরোইন চরস, গাঞ্জা, নেশার ট্যাবলেট বিক্রেতা সহ কোটি টাকার বেশি ধরা পড়েছে। এই মাদক অসমের যুব প্রজন্মকে পঙ্গু করে দিয়েছে। আজ অসম চুক্তির আধারে নির্মিত নুমলিগর তেল শোধনাগার উৎপাদন ৯ মিলিয়ন টিন বৃদ্ধি করার লক্ষ্যে অয়েল ইন্ডিযার সহযোগে অসমের আর্থিক বিকাশের তাগিদে এই প্রকল্পের অংশীদারিত্ব ১২.৫ থেকে বাড়িয়ে ২৬ শতাংশ করল অসম সরকার। আজ মুখ্যমন্ত্রী তেল কোম্পানিটির হাতে ৫০০ কোটি টাকার চেক তুলে দেন।
কোন মন্তব্য নেই