Header Ads

ইয়াস পরিস্থিতি দেখতে প্রধানমন্ত্রী আসছেন

নয়া ঠাহর প্রতিবেদন, কলকাতা : পশ্চিমবঙ্গ ও ড়িশার ইয়াস  ঘূর্ণিঝড়ের ক্ষয়-ক্ষতি  দেখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  আগামীকাল   আকাশ মার্গ  থেকে  পর্যবেক্ষ করবেন বলে জানা গেছে। এই সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা আছে। মুখ্যমন্ত্রী ১৫ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন।  বলেন, তারা ১০০০ কোটি টাকা রিলিজ করে দেবে। দুয়ারে সরকারের মত দুয়ারে  ত্রাণ চালু করা  হবে। থেকে ১৮ জুন পর্যন্ত এই প্রকল্প  চলবে। বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সর্ব দলীয় বৈঠক ডাকার দাবি জানিয়েছেন। বিজেপি সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেন সুন্দরবনে ব্যাপক হারে গাছ কাটার, বাঁধ ভাঙার  ফলে  ক্ষতির পরিমাণ বেড়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.