Header Ads

যোগগুরু বাবা রামদেবকে গ্রেফতারের দাবি বিধানসভায়

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : যোগগুরু বাবা রামদেব   বলেছেন,  আলোপ্যাথি   আধুনিক চিকিৎসা পদ্ধতি ব্যবহার করার ফলে মানুষের বেশি  মৃত্যু হচ্ছে। যোগ ও  আয়ুর্বেদ  পদ্ধতির পক্ষে  সওয়াল করেন। দেশ জুড়ে বিতর্কের জেরে বাবা শেষ পর্যন্ত ক্ষমা চেয়ে নিয়েছেন। গতকাল অসম বিধানসভাতে তাকে গ্রেফতার দাবি  জানান   বিধায়ক  দুর্গা দাস বড়ো। দেশের স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন   ও রামদেবের  সমালোচনা করেছেন। ইন্ডিয়ান মেডিক্যাল  অ্যাসোসিয়েশন   নিন্দা করেছে।  স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন রামবাবাকে চিঠি দিয়ে বলেছেন, চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা দেশবাসীর  কাছে ঈশ্বর স্বরূপ, আপনার মন্তব্য দেশবাসী আহত হয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.