ঘূর্ণিঝড় ইয়াস-এর প্রভাব পড়েছে অসমেও
নয়া
ঠাহর প্রতিবেদন,
গুয়াহাটি :
ঘূর্ণিঝড় ইয়াসের
প্রভাব পড়েছে অসমেও। সকাল থেকে মেঘলা আকাশ থেমে থেমে স্বল্প বৃষ্টি
হচ্ছে। পশ্চিমবঙ্গ
এবং ওড়িশা উপকূল
অঞ্চলে ১৫০/১৬০ ঘন্টা গতিবেগে হামলা
করবে। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ রাজ্যগুলোকে সতর্ক করে দিয়েছেন। তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ফোন করে
খবর নিয়েছেন। দেশ
ওমান এই ঝড়ের নাম দিয়েছে ইয়াস যা আরবি ভাষায় দুঃখ। করোনার দুঃখ যন্ত্রণার মধ্যে আবার
ইয়াস বা দুঃখ। মানুষ আর কত যন্ত্রণা
ভোগ করবে?এর মধ্যে গুয়াহাটি মহানগরে গতকাল
রেকর্ড গরম পড়েছিল। ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস গরম গত ১০ বছরে মে
মাসে তা অনুভব হয়নি। কাল
বেলা ১২ টায় ওড়িশার উপকুলে
ইয়াস আছড়ে পড়বে। আজ পশ্চিমবঙ্গের বান্ডেল
এবং হালিসহর ব্যাপক ঝড় বৃষ্টি
হয়। সমুদ্র উপকূল থেকে প্রায় ১১ লাখ
মানুষকে অন্য নিরাপদ
স্থানে পাঠানো হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায় জানান। তিনি জানান,
হালিশহরে ৪০টি বাড়ি
ক্ষতিগ্রস্ত হয়েছে। ২ জন মারা
গেছেন।
কোন মন্তব্য নেই