Header Ads

পশ্চিমবঙ্গে এগিয়ে তৃনমূল কংগ্রেস, অসমে এগিয়ে বিজেপি,মমতা জয়লাভ নিয়ে প্রশ্ন

নয়া ঠাহর প্রতিবেদন,  কলকাতা-গুয়াহাটি : অসমে বিজেপি এগিয়ে  বেলা 11 টা পর্য্যন্ত বিজেপি এগিয়ে আছে 76 টি আসনে,কংগ্রেস এগিয়ে আছে 36 আসনে, অসম জাতীয় পরিষদ 1 টি তে এগিয়ে। পশ্চিমবঙ্গে 194 টি আসনে তৃনমূল কংগ্রেস এগিয়ে, বিজেপি এগিয়ে আছে 98 টি আসনে , নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি র শুভেন্দু অধিকারী মধ্যে  সমান  সমানে লড়াই হচ্ছে। 294 টি আসনে ম্যাজিক ফিগার 148 টি আসন।অসমে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনওয়াল  তার মাজুলি আসনে  এগিয়ে আছে।জালুক বাড়িতে স্বাস্থ মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা 14 হাজার ভোটে এগিয়ে আছেন। পশ্চিমবঙ্গে বামপন্থি কংগ্রেস জোট এখন পর্যন্ত 6 টি তে এগিয়ে আছে।কেরালা বিধানসভাতে বামপন্থি জোট 89 আসন পেয়ে এগিয়ে।তামিলনাড়ু তে ডিএম কে 146টি আসনে এগিয়ে বিজেপি জোট 82  পিছিয়ে। আজ অসম পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু,কেরালা এবং পদুচেরি  বিধানসভার গণনা চলছে।সেখানে পদুচেরি তে  বিজেপি এগিয়ে। বিজেপি নেতা কৈলাশ বিজয় বর্গি দাবি করেছেন শেষ পর্যন্ত বিজেপি 148 টি ম্যাজিক ফিগার পাবে। মুখ্যমন্ত্রী মমতা  দাবি করেন শেষ গণনা পযন্ত নন্দীগ্রামে তিনি জিতবেন।অসমে প্রায় 12 টা পর্য্যন্ত বিজেপি 82 ,কংগ্রেস 24,এআই ইউ ডি এফ 13 টি  ,ইউ পি পি এল 6টি , বি পি এফ 4 টি আসনে  এগিয়ে। কংগ্রেস সভাপতি রিপুন বরা পিছিয়ে আছেন।  অখিল গগৈ  শিবসাগরে এগিয়ে আছেন। রকিবুল হোসাইন এগিয়ে। মন্ত্রী ফনি ভূষণ চৌধুরী জিতে যাচ্ছেন। মন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারী জিতে  যাচ্ছেন। মন্ত্রী পরিমল শুক্ল বৈদ্য জিতে যাবেন। বি পি এফ এর চন্দন ব্রহ্ম ও প্রমিলা রানী ব্রহ্ম  হারছেন।পশ্চিমবঙ্গে বিজেপির মুকুল রায় এগিয়ে,সুব্রত  মুখার্জী এগিয়ে,ব্রাত্য বসু এগিয়ে ,মন্ত্রী বাবুল সুপ্রিয় পিছিয়ে, মদন মিত্র   এগিয়ে,   জুন মালিয়া এগিয়ে। তৃনমূল 200 টি আসনে ছুঁয়ে গেল।  বেলা 12 টা পর্যন্ত  বিজেপি 90 অতিক্রম করতে পারলো না। তৃনমূল প্রায় 50 শতাংশ ভোটের দিকে  এগিয়ে  যাচ্ছে।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বাড়ী কালীঘাটে দলীয় পতাকার  রঙে প্যান্ডেল চেয়ার পাতা হয়েছে। মুখ্যমন্ত্রী ভাইপো   অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটে পৌছিয়ে গেছেন। যিনি পূর্বাভাস দিয়েছিলেন সেই প্রশান্ত কিশোর  তিন ডিজিটে  তৃনমূল জয়  পাবে বলে প্রতিজ্ঞা করেছিলেন।  পশ্চিমবঙ্গে 294 নয় 292 আসনে নির্বাচন হচ্ছে।দুজন প্রার্থী মারা গেছেন। পশ্চিমবঙ্গে তৃনমূল 200 আসনে এগিয়ে গেলো। সেই সঙ্গে রাজ্যে বিভিন্ন এলাকায় বোমাবাজি শুরু হয়ে গেছে।  অশান্তি আরও বাড়বে। বিজেপি কর্মীদের ওপর হামলা হবে ।   পশ্চিমবঙ্গে শান্তি আসবে না ।   সেকথা ভেবে বিজেপি কর্মী দের মধ্যে ভয়ের বাতাবরণ সৃষ্টি হয়েছে। হেস্টিং স এর বিজেপি কার্য্যালয় এ সুনসান  অবস্থা ।এদিকে গুয়াহাটি  হেংরাবাড়ী বিজেপি কার্য্যালয় ভিড় বাড়ছে।মুর্শিদাবাদ জেলার অধিকাংশ কেন্দ্রে কংগ্রেস পিছিয়ে।কান্দি কেন্দ্রে অপর্ব সরকার  আবার  জিতবেন বলে পূর্বাভাস বলছে। এই কেন্দ্রে এপর্যন্ত 5 রাউন্ড গননা তে তৃনমূল প্রার্থী অপূর্ব সরকার ওরফে ডেভিড পেয়েছেন26,298 টি ভোট,বিজেপি পেয়েছে 4979 টি ভোট।কংগ্রেস পেয়েছে 6228 টি ভোট।   অপূর্ব সরকার কথা দিয়েছিলেন কান্দি বহরমপুর পথে রণগ্রাম সেতু  দ্রুত নির্মাণ করা হবে।  বেলা দুটো বেজে গেছে।মমতা বন্দ্যোপাধ্যায় আবার তৃতীয়বার মসনদে বসবে বলে পূর্বাভাস দেওয়া যেতে পারে। রাজ্যে কালীঘাটে সবুজআবির  মাখা মাখি শুরু হয়েছে। কর্মীদের মধ্যে চূড়ান্ত উন্মাদনা শুরু হয়েছে।    পার্থ চক্রবর্তী  বলেছেন   বাংলার মানুষকে অপমান করেছে বিজেপি। বহিরাগত ইস্যু তে তাদের জয় হয়েছে।    তৃনমূল সমর্থক রা  সর্বত্র উল্লাসে ফেটে পড়েছে। কোভিড বিধি মানছে না। বেহালা কসবা প্রভৃতি এলাকায়   কোভিড না মানা  বিশাল শোভা যাত্রা    লক্ষ্য করা গেছে।  সমাজবাদী  পটির নেতা অখিল যাদব টুইট করে বলেছেন প্রধানমন্ত্রী বাংলাতে" ও দিদি ও দিদি" বলে বাংলার দিদিকে অপমান করেছেন মহিলারা ভালো ভাবে মেনে নেয় নি। ,তার জবাব পেলো  বিজেপি। কেন্দ্রীয়  স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ    বাংলার বিজেপি নেতাদের কাছে জানতে চেয়েছেন কেন এমন ফল হল।  নির্বাচন কমিশন কোভিড বিধি মেনে  সভা যাত্রা করার নির্দেশ দিয়েছেন। মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও  কোভিড বিধি মেনে মুখে মাস্ক পড়া ও দূরত্ব বিধি মেনে  শোভাযাত্রা করার কথা বলেছেন।বহরমপুর স্কোয়ার ফিল্ডে তৃনমূল কংগ্রেসের বিশাল    সমাবেশে দিদির জয় গান। দক্ষিণের রাজ্য তামিলনাড়ু তে ডিএমকে  স্টলিনের জয় জয় কার। এই দল পেয়েছে 147 টি আসন প্রয়োজন 118 টি।কেরালা বামপন্থি এল ডি এফ পেয়েছে 95 টি আসন  প্রয়াজন 71 টি আসন। অসমে বিজেপি আবার দ্বিতীয়বার ক্ষমতায় আসছে এপর্যন্ত 75 টি আসন পেয়েছে।ম্যাজিক ফিগার 148 টি আসন। পশ্চিমবঙ্গের মানুষ আবার তৃতীয়বার দিদির উপর আস্থা রাখল। 294 আসনের বিধানসভাতে এপর্যন্ত210 টি আসন পেয়েছে। তবে কোন রাজ্যের  চূড়ান্ত ফল নয়।গণনা চলছে। কিছু কম বেশি হতে পারে। শেষ পর্যন্ত  মমতা জয়লাভ  করলে ও  তা  নিয়ে  কথা  উঠছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.