Header Ads

ভোট গণনা : ১৪৪ ধারা জারি

নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুর : করিমগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট রবিবার ভোট গণনা দিন কেন্দ্র করিমগঞ্জ কলেজের পাশে ১৪৪ ধারায় বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করে জমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছেন। শুক্রবার করিমগঞ্জে জারি করা জেলা ম্যাজিস্ট্রেটের এক নিষেধাজ্ঞায় বলা হয়েছে,কোনও ব্যাক্তি বা গ্রুপের লাঠি,বর্শা,দা বা অন্য যে কোনও অস্ত্র বহন করার অনুমতি নেই। কোনও ব্যক্তিকে কোনও বোমার মতো সামগ্রী বহন করার অনুমতি নেই। আরটি-পিসিয়ার বা র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ছাড়া কোনও প্রার্থী বা এজেন্টদের গণনা হলের অভ্যন্তরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। যাদের আরটি-পিসিয়ার বা র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট ৪৮ ঘন্টার মধ্যে নেগেটিভ আছে তারাই গণনা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। গণনা চালাকালীন সময় কোনও জনসমাগমের অনুমতি নেই। কোনও ব্যক্তি বা দলের খেলনা বন্দুক,খেলনা পিস্তল এবং রিভলবার বহন করার অনুমতি নেই। এছাড়া গণনার দিন করিমগঞ্জ কলেজের কাউন্টিং হলের আশেপাশে ব্যক্তি,দল,সংস্থা,ক্লাব,সোসাইটির সদস্য এবং অন্যদের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। কোনও স্কুটার,মোটর,সাইকেল ইত্যাদির মধ্যে পিলিয়ন রাইড সহ চলতে দেওয়া হবে না। তবে উপরোক্ত বিধি নিষেধ বয়স্ক ব্যক্তিদের জন্য,১২ বছরের কম বয়সী শিশুদের জন্য মহিলা এবং আইন প্রয়োগকারী সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এছাড়া জেলাশাসক স্পষ্টভাবে জানিয়েছেন যে কোন বিজয়ী প্রার্থী নিজের সার্টিফিকেট নেওয়ার সময় দুজনের বেশী সমর্থক সাথে থাকতে পারবে না। গণনা কেন্দ্রের চারিদিকে কোবিড বিধি অবশ্যই মানতে হবে। এছাড়া নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কোন ধরনের বিজয় মিছিল করা যাবে না বলে জেলাশাসককে কঠোর নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে এ সম্পর্কিত এক চিঠি জেলার সব প্রার্থীদের কাছে প্রশাসন থেকে পাঠানো হয়েছে। গণনা কেন্দ্রের ভেতরের কাউন্টিং এজেন্টদের কোবিড নিয়ম মেনে চলা বাধ্যতামূলক বলে জেলাশাসক জানিয়েছেন। উল্লেখ্য,ভোট গণনার ফলাফল করিমগঞ্জ শহরের সংযোগের স্থায়ী মাইকযোগ ঘোষণার ব্যবস্থা করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.