নয়া
ঠাহর প্রতিবেদন,কলকাতা: ওড়িশারবালেস্বর
ও আশপাশেইয়াস ১৪০কিলোমিটার
বেগে ঝাঁপিয়েপড়ার পরপশ্চিমবঙ্গের
১৪টি জেলাতে "ভেরি সিরিযাসসাইক্লোন"হামলা
করে বলে,আবহাওয়াঅফিসজানায়। ওড়িশার উপকূল অঞ্চল ডুবে গেছে। মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায় জানানপ্রায় এক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে,প্রায় তিন লাখ ঘর বাড়ি ভেঙেছে, ১৫লাখ
মানুষকে নিরাপদ এলাকায় স্থানে নিয়ে যাওয়া হয়েছে। ১৩৪টি বাঁধভেঙেছে।
মুখ্যমন্ত্রীকাল হেলিকপ্টার করে দিঘা সহ উপকূলবর্তী অঞ্চলের
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন বলে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের
জানান। সরকার এক টাস্ক ফোর্সগঠন করবে। কলকাতা কালীঘাটআদি
গঙ্গার জলে ভেসেছে। ভরা কোটালের ফলে জোয়ারে ভেসেছে।সাগরের
গঙ্গাসাগরমন্দির ডুবে গেছে। দিঘাসাগর
তীরে ঘূর্ণিঝড়ের খবর নিতে গিয়ে কলকাতা টিভির গাড়ি ভেসে গেছে। সাংবাদিক সূচন্দ্রিমাও তার গাড়ির চালক ভাগ্যক্রমে বেঁচে গেছেন। অন্য টিভির সাংবাদিকদের
চেষ্টায় তিনি বেঁচে গেছেন।সেই
ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন।সুন্দরবনেরবহু
এলাকা জলের তলায়।আমফানের থেকেও
এই ঘূর্ণিঝড়ের তাণ্ডব বেশি ছিল। সকাল ৯টা নাগাদ
দুঃখ বা ইয়াস ওড়িশার
বলেশ্বরকে তছ নছকরে ধ্বংস করেতাজপুর,সংকরপুর তারপরদিঘা
ফ্রেজার গঞ্জ, গোসা বা,সন্দেশ
খালি, গঙ্গাসাগর,মন্দার মানিকে ধ্বংস করে পূর্ণিমারভরাকো টালের জলে ভেসেছে। বহু বাঁধ ভেঙে গ্রামগুলো প্লাবিত হয়েছে। বেশ
কিছু গ্রামেরমানুষছিন্নমূল
হয়ে দিশাহারা,করোনার
সংক্রমণলকডাউন চলছে,এর পরইয়াসের তাণ্ডব।
বিকালের দিকে এই ইয়াসের গতিমুখঅন্যদিকে গেছে প্রকোপ কিছুটা কমে
ঝাড়খণ্ডের দিকে গিয়েছে। অসমবেশি প্রভাব পড়েনি।
কোন মন্তব্য নেই