Header Ads

ইয়াস চার ঘণ্টা ধরে ধ্বংসলীলা, কোটি মানুষ ক্ষতিগ্রস্ত, ৩ লাখ ঘর ভেঙেছে


নয়া ঠাহর প্রতিবেদন, কলকাতা :ড়িশা  বালেস্বর ও আশপাশে  ইয়াস ১৪০  কিলোমিটার বেগে ঝাঁপিয়ে  পড়ার পর  পশ্চিমবঙ্গের ১৪টি জেলাতে "ভেরি সিরিযাস  সাইক্লোন" হামলা করে বলে, আবহাওয়া  অফিস জানায়। ওড়িশার উপকূল অঞ্চল ডুবে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান  প্রায় এক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় তিন লাখ ঘর বাড়ি ভেঙেছে, ১৫ লাখ মানুষকে নিরাপদ এলাকায় স্থানে নিয়ে যাওয়া হয়েছে। ১৩৪টি বাঁধ  ভেঙেছে। মুখ্যমন্ত্রী  কাল হেলিকপ্টার করে দিঘা সহ উপকূলবর্তী অঞ্চলের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন বলে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানান। সরকার এক টাস্ক ফোর্স  গঠন করবে। কলকাতা কালীঘাট  আদি গঙ্গার জলে ভেসেছে। ভরা কোটালের ফলে জোয়ারে ভেসেছে।  সাগরের গঙ্গাসাগর  মন্দির ডুবে গেছে। দিঘা  সাগর তীরে ঘূর্ণিঝড়ের খবর নিতে গিয়ে কলকাতা টিভির গাড়ি ভেসে গেছে। সাংবাদিক সূচন্দ্রিমা  ও তার গাড়ির চালক ভাগ্যক্রমে বেঁচে গেছেন। অন্য টিভির সাংবাদিকদের চেষ্টায় তিনি বেঁচে গেছেন। সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন।  সুন্দরবনের বহু এলাকা জলের তলায়।  আমফানর থেকেও এই ঘূর্ণিঝড়ের তাণ্ডব বেশি ছিল। সকাল টা নাগাদ দুঃখ বা ইয়াস ওড়িশার বলেশ্বরকে তছ নছ  করে ধ্বংস করে  তাজপুর, সংকরপুর তারপর  দিঘা ফ্রেজার গঞ্জ, গোসা বা, সন্দেশ খালি, গঙ্গাসাগর, মন্দার মানিকে ধ্বংস করে পূর্ণিমার  ভরা  কো টালের জলে ভেসেছে। বহু বাঁধ ভেঙে গ্রামগুলো প্লাবিত হয়েছে। বেশ কিছু গ্রামের  মানুষ  ছিন্নমূল হয়ে দিশাহারা, করোনার সংক্রমণ  লকডাউন চলছে, এর পর  ইয়াসর তাণ্ডব। বিকালের দিকে এই ইয়াসের গতিমুখ  অন্যদিকে গেছে প্রকোপ কিছুটা কমে ঝাড়খণ্ডের দিকে গিয়েছে। অসম  বেশি প্রভাব পড়েনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.