২৬ মে বুদ্ধ পূর্ণিমা, পূর্ণ গ্রাস চন্দ্র গ্রহণ, লাল চাঁদ মিলে মিশে একা কার সঙ্গে দুঃখ ও
নয়া
ঠাহর প্রতিবেদন, কলকাতা-গুয়াহাটি : আজ
পবিত্র বুদ্ধ পূর্ণিমা, পূর্ণ
গ্রাস চন্দ্র গ্রহণ, আকাশে দেখা যাবে রক্তিম চাঁদ, সাগরে
ভরা কোটাল, আজ আবার আছড়ে পড়বে ইয়াস বা দুঃখ, ওমান ইয়াসের নাম দিয়েছে দুঃখ। যা আরবি ভাষা।
পূর্ণ গ্রাস গ্রহণ অপরাহ্নে ৩.৪৫ মিনিটে
শুরু হবে, ৭.৫১
পর্যন্ত চলবে। পূর্ণিমা শুরু হবে ৫.১৪ মিনিটে।
আজ ইয়াস ওড়িশা উপকুলে
আছড়ে পড়ছে। দিঘা, মন্দার মনি, সুন্দরবনে আতঙ্কের সৃষ্টি
হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নবান্নতে কন্ট্রোল রুম খুলে রাত কাটান। রাজ্যপাল
জগদীপ ধনকর ও পরিস্হিতি খবর নিতে নবান্নতে হাজির হন। সাইক্লোন
ম্যান বলে পরিচিত আবহাওয়া বিশারদ মৃত্যুঞ্জয়
মহাপাত্র পূর্বাভাস সঠিক হয়। আমফানের সময় মিলে ছিল।
জানা গেছে,
ঘূর্ণিঝড়ের গতিপথ অন্যদিকে ঘুরে গেছে। কিছুটা
হলেও "দুঃখ" কমবে।
কোন মন্তব্য নেই