Header Ads

বৃদ্ধা পেনশন ভোগীরা ১০ তারিখের মধ্যে টাকা পেয়ে যাবেন

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : ৩০০ টাকার ইন্দিরা মিরি বৃদ্ধা পেনশন, ২৫০ টাকার কুশল কৌয়র বৃদ্ধ পেনশন এবং ১০০০ টাকার দিন  দয়াল  দিব্যঙ্গ পেনশন পাওয়া  হিতাধিকারীরা প্রতি মাসের ১০ তারিখের মধ্যে টাকা পেয়ে যাবেন। আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরহিত্যে অনুষ্ঠিত ক্যাবিনেট কমিটির বৈঠকে   সিদ্ধান্ত হয়েছে পঞ্চায়েত এবং সমাজকল্যাণ বিভাগের অফিসারদের আর অর্থ বিভাগের অনুমোদনের জন্য  সিলিং পাঠাতে হবে না। পদস্থ অফিসাররা  সিদ্ধান্ত নিয়ে পেনশনের টাকা রিলিজ করে  দেওয়ার ব্যবস্থা করবেন। এতদিন সামান্য টাকার জন্যে বৃদ্ধ বৃদ্ধাদের অপেক্ষা করতে হত। আর হবে না। আজক্যাবিনেট বৈঠক বি পি এফ দলের  বিধায়ক  বিজেন্দ্র নারজারীর  মৃত্যুতে শোক প্রকাশ করে  বৈঠক শুরু হয়। আজ ভোরে গুয়াহাটি মেডিক্যাল কলেজে করোনা পজিটিভ হয়ে মারা যান। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার মৃত্যতে শোক প্রকাশ করে রাষ্ট্রমর্যাদায় তার শেষ  কৃত্যের নির্দেশ দেন। মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এবং মন্ত্রী ইউ জি ব্রহ্মকে সেখানে যাবার নির্দেশ দেন। আজ ক্যাবিনেট বৈঠকে   কোকড়াঝাড়ে সমাজ কল্যাণ বিভাগ খোলার সিদ্ধান্ত, সেখানে আজ স্টাফ এডমিনিষ্ট্রটিভ কলেজ স্থাপনের প্রস্তাব নেওয়া হয়। এছাড়া, জেলার বন্যা পরিস্থিতি দুর্যোগ  খতিয়ে দেবার জন্যে মন্ত্রীদের  জেলার "অভিভাবক 'করে  পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.