Header Ads

হিমন্ত বিশ্ব শর্মার মাতৃ দিবসে মা আর মাতৃভূমির জয়গান করে কবিতা আবৃত্তি


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : কাল বেলা দুটোতে  হিমন্তবিশ্ব শর্মা  মুখ্যমন্ত্রী হিসেবে  শপথ গ্রহণ করবেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা উপস্থিত থাকবেন। গুয়াহাটি কলক্ষেত্রে এই অনুষ্ঠান হবে। সেই সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনয়াল আজ হিমন্তবিশ্ব শর্মা ও অগপ ইউ পি পি  দলের প্রতিনিধি দলের সঙ্গে রাজভবনে গিয়ে ১৫ তম মন্ত্রী সভা গঠনের  দাবি  জানান। একই গাড়িতে যান। আজ মাতৃ দিবস এই  উপলক্ষে  হিমন্তবিশ্ব শর্মা মাযের সঙ্গে ভারত মাতাকে শ্রদ্ধাজ্ঞাপণ করে  এক কবিতা আবৃত্তি করে অঙ্গীকার করেন ভারতের টি শ্রেষ্ট রাজ্যের মধ্যে। অসমকেও শ্রেষ্ঠ রাজ্য করা হবে। ১৯৬৯ সালের ফেব্রুয়ারি যোরহাট শহরে জন্ম হিমন্তবিশ্ব শর্মার, বাবা কৈলাশ নাথ শর্মা একজন সাহিত্যিক কবি হিসাবে পরিচিত ছিলেন। মা মৃণালিনী দেবী একজন সমাজসেবী। হিমন্ত কটন কলেজ থেকে বি এ, এম এ পাশ করে  আইন পাশ করেন। তিনি  ডক্টরেটও করেছেন। তার কয়েকটি গ্রন্থও আছে। তিনি  ছাত্র আন্দোলন করেছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকিয়ার হাত ধরে রাজনীতির অঙ্গনে পা রাখা। মুখ্যমন্ত্রী তরুণ গগৈর আমলে তার  বিচক্ষণ তা যোগ্যতা  নানাভাবে প্রমাণিত হয়। ২০১৫ সালে তিনি  বিজেপি দলে যোগ দেন। ঝালুকবাড়ি কেন্দ্র থেকে এক নাগাড়ে ২০০১ থেকে জিতে  আসছেন। পত্নী  রিনিকী ভূঁইযা একজন প্রতিষ্ঠিত  মহিলা। তিনি তাদের টিভি চ্যানেল নিউজ লাইভ পরিচালনা করেন। এক সংবাদপত্রও আছে। তাদের এক কন্যা এক পুত্র।  এবার নির্বাচনী প্রচারে হিমন্ত রাজ্য চষে বেড়িয়েছেন। তার কেন্দ্রে মাত্র একদিন  গিয়েছিলেন। ইদানিং তার পরিচয় হয়ে ছিল মামা বলে। ভাগ্নে-ভাগ্নী, ভাই-বোনেরা তার  ভোটার যুব প্রজন্মের প্রতিভূ। গ্রাম অসমে যেখানেই গিয়েছেন সবাই মামা মামা বলে হিমন্তকে  জনপ্ৰিয় তার চূড়ায় পৌছিয়ে দিয়েছে। কাল  মুখ্যমন্ত্রী হিসাবে  শপথ নেবার পর ১২/১৫জন মন্ত্রীও শপথ নিতে পারেন।  দুই শরিক অগপ ও ইউ পি পি এল থেকে একজন করে আপাতত শপথ নিতে পারেন। অগপর ফণিভূষণ চৌধুরীঅতুল বরা ইউ পি পি এলের প্রধান প্রমোদ  বড়ো, বিজেপির  জয়ন্ত  মোল্ল বড়ুয়া, পীযুষ হাজারিকা, বিজেপি সভাপতি রঞ্জিত দাস, প্রশান্ত ফুকন পরিমল শুক্লবৈদ্য, বরাক থেকে কৌশিক রাই, নন্দিতা গার্লসর নামও শোনা যাচ্ছে। বিরোধী কংগ্রেস  দলের  নেতাদের সঙ্গে অসমের একমাত্র বাংলা নিউজ পোর্টাল নয়া ঠাহরের পক্ষ থেকে  দিল্লিস্থি রাষ্ট্রীয় উপদেষ্টা রত্নজ্যোতি দত্ত, মুখ্য সম্পাদক অমল গুপ্তবরাক ব্যুরোর প্রধান শুভ সুন্দর দেব চৌধুরীমেঘালয় ব্যুরোর   প্রধান ননী  গোপাল ঘোষ  নব নির্বাচিত মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে অভিনন্দন জ্ঞাপন করেছেন।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.