Header Ads

দেশে দু'দিনে চার লাখ আক্রান্ত, চার হাজারের বেশি মৃত্যু

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : দেশের করোনা পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। গত দু-দিনে চার লাখ  আক্রান্ত হয়েছে চার হাজারের বেশি মারা গেছে। আন্তর্জাতিক মেডিক্যাল জার্নাল  দি ল্যানসেট এর  সম্পদকীয়তে আশঙ্কা প্রকাশ করা হয়েছে ভারতে আগস্টর মধ্যে প্রতিদিন কয়েক লাখ মানুষ  আক্রান্ত হয়ে মারা যাবে। এর জন্যে ভারত সরকারকে পুরোপুরি দায়ী করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  আজ বিহার পঞ্জাব সহ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে অক্সিজেন  পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। পরিস্থিতি এখন ক্রমশ  সুস্থির  হচ্ছে।  দিল্লিতে  মেট্রো বন্ধ করে দেওয়া হয়েছে। লকডাউন  সময় বৃদ্ধি করা হয়েছে। অসমে প্রতিদিন হাজরের বেশি আক্রান্ত হচ্ছে। মৃত্যু হয়েছে ৫০ জনের বেশি। অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা  মুখ্যমন্ত্রীর পদে বসলেন। এবার পরিস্থিতি ভালো হবে বলে রাজ্যবাসীর আশা। আজ বিশ্বের সব চেয়ে বড়  কার্গো বিমান ব্রিটেন থেকে  বেশ কয়েকটি অক্সিজেন প্ল্যান্ট  নিয়ে  ভারতে  এসেছে। উত্তরপ্রদেশের বালিয়ার বিজেপি বিধায়ক  সুরেন্দ্র সিং   করোনা থেকে প্রাণ বাঁচাতে গো-মূত্র  খাওয়ার পরামর্শ দেন। তাকে এক গ্লাস মূত্র খেতে টিভির পর্দায় দেখা গেল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.