তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন করুণানিধি পুত্র এম কে স্টালিন
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : তামিলনাড়ুতে ডি এম কে
জোট মুখ্যমন্ত্রী হিসাবে এম কে স্টালিন আজ রাজ
ভবনে শপথ গ্রহণ করেন। রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত শপথ বাক্য পাঠ করান। তামিনাড়ুর আইকন করুণা নিধি পুত্র স্টালিন ৩৩ জনকে মন্ত্রী সভায়
সামিল করেন। তার পত্নী দুর্গা
বিধায়ক, পুত্র উদয়নিধি
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ২৩৪ আসনের বিধানসভাতে ১৫৯ টি আসন পায়। এ ডি এম কে বিজেপি জোট বিরোধী আসনে বসবে।
করোনা আবহে শপথ গ্রহণ অনুষ্ঠান হল। নতুন করে ২৫ হাজার সংক্রমিত হয়েছে।









কোন মন্তব্য নেই