প্রতিদিন দেশে ৩০০০ জনের কোভিড সংক্রমণে মৃত্যু
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : শুক্রবার পর্যন্ত দেশে নতুন করে ৪ লাখ, ১৪ হাজার ১৮৮ জন আক্রান্ত হয়েছে। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৯১৫ জনের। দেশে আক্রান্ত হয়েছে ২ কোটি ১৪ লাখ ৯১ হাজার ৫৯৮ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে এই তথ্য পাওয়া গেছে। প্রতিদিন ৩ হাজার করে মৃত্যুর ঘটনা ঘটছে। গত ১০ দিন ধরে রেকর্ড গড়েছে। নীতি আয়োগের সদস্য, জাতীয় কোভিড টাস্ক ফোর্সের প্রধান ভি কে পল দেশে লকডাউন করার ইঙ্গিত দিয়েছেন। দেশে যে সব অঞ্চলে অতিরিক্ত ১০ শতাংশ আক্রান্ত হচ্ছে ও হাসপাতালগুলোতে আই সি ইউ বেড ৬০ শতাংশ ভরে যাচ্ছে সেই সব এলাকা লকডাউন ঘোষণার কথা চিন্তা করছে কেন্দ্র।









কোন মন্তব্য নেই