দেশে করোনা কমছে, তাওকেট পর ইয়াস আসছে
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি: দেশের করোনা পরিস্থিতি কিছুটা কমেছে। দৈনিক তিন লাখ থেকে
কমে হয়েছে ২ লাখ ৪০ হাজার ৮৪২ জন। স্বাস্থ্য মন্ত্রকের
এই প্রতিবেদনে বলা হয়েছে গত ৬ দিন থেকে কমার লক্ষণ
দেখা যাচ্ছে। এই সময় মৃত্যু হয়েছে ৩৭৪১ জনের। দেশে মোট আক্রান্ত
হয়েছে ২,৬৫,৩০,১৩২ জন। এক্টিভ কেস ২,৮০,৫৩,৯৯ জন
আরগ্যের হার ৮৮.৩০ শতাংশ। এর মধ্যে ব্ল্যাক ফ্যাঙ্গাস বা মিউকর মাই কোসিসে আক্রান্ত হয়েছে ৯০০০ জন। এই
রোগে আক্রান্ত হয়ে অসমে একজন মারা গেছে। করোনার পর দেশে
একটার পর একটা প্রাকৃতিক বিপর্যয় লেগেই আছে।
ঘূর্ণিঝড় তাওকোটে
দক্ষিণকে তছনছ করে আসছে ইয়াস নামে নতুন ঘূর্ণিঝড় ২৬ মের মধ্যে পূর্বাঞ্চলে হামলা চালাবে। ঘন্টায় ১৫৫,৬০ বেগে এই তুফান আসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদি আজ বিপর্যয় মোকাবিলা করার জন্যে জরুরী বৈঠক করেছেন। অসম পশ্চিমবঙ্গে ও
প্রভাব পড়বে বলে জানা গেছে। অসম দক্ষিণের মধ্যে যাতায়াত করা ১২ টি ট্রেন বাতিল করা
হয়েছে। দেশের এই দুর্দিনে অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধি তেলের আবার দাম বাড়ল। শ্রমজীবি গরিব
মানুষের কাজ নেই, উপসি জীবন যাপন করছে। সরকার খবর রাখার প্রয়োজনবোধ করে না। লকডাউন কারফিউর মাঝে পড়ে নাভিশ্বাস উঠছে মানুষের।









কোন মন্তব্য নেই