কান্দি জেল রোডের সবার প্রিয় কালু দা চলে গেলেন
নয়া ঠাহর প্রতিবেদন, কলকাতা : মুর্শিদাবাদ
জেলার কান্দি জেল রোড এলাকার
ভট্টাচার্য পরিবারের শেষ উজ্জ্বল
ব্যক্তিত্ব অরবিন্দ ভট্টাচার্য
পরিণত বয়সেই চলে গেলেন। যিনি সবার কাছে কালু দা বলেই বিশেষ পরিচিত
ছিলেন। এই কোভিড সংহারের মাঝে তাকে কিন্তু সংক্রমণ
স্পর্শ করতে পারেনি। আজ কান্দি মহকুমা হাসপাতালে তার স্বাভাবিক
মৃত্যু হয়। এই অবক্ষয়ি সমাজে সততা
মূল্যবোধ সব চলে গেছে। অরিবিন্দ ভট্টাচার্য
ছিলেন এক ব্যতিক্রমী আর্দশবাদী, শেষদিন
পর্যন্ত সেই আর্দশকে ধরে রেখেছেন তিনি রোসরা অম্বিকা প্রথামিক বিদ্যালযে
শিক্ষকতা করে অবসর জীবনেও সমাজ
সেবাতে নিয়োজিত ছিলেন। তিনি কান্দি জেল রোড পূজা
কমিটির সভাপতি পদে ছিলেন। তার মৃত্যুতে জেল রোড
এলাকায় শোকের ছায়া নেমে আসে।তিনি পত্নী দুই কন্যা জামাই নাতনি ও
গুণমুগ্ধ দের রেখে গেছেন।








কোন মন্তব্য নেই