অভূতপূর্ব মর্মান্তিক ঘটনা নগাঁও জেলাতে বজ্রপাতে 18টি বুনো হাতির করুন মৃত্যু
নয়া
ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : অসমের ইতিহাসে এমন মর্মান্তিক ঘটনার
নজির নেই একসঙ্গে প্রায় 18 টি বুনো
হাতির করুন মৃত্যু। বন
বিভাগের উদ্ধার অভিযান চলছে। নগাঁও জেলার বহরমপুরের তপাজুরির বামুনগাঁও
পাহাড়ের দুর্গম পাহাড়ে গতকাল প্রবল বৃষ্টিপাত বজ্রপাতের
ফলে হাতিগুলি মারা গেছে বলে গ্রামবাসীরা জানিয়েছে। ৪টি হাতি উদ্ধার করা হয়েছে বাকি হাতিগুলি
ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। প্রকৃত সংখ্যা এখনো
জানা যায়নি। গ্রামবাসীরা
জানিয়েছেন, তীব্র
বজ্রপাতে পাহাড়ের বড় বড় গাছগুলো পর্যন্ত উপড়িয়ে
পড়েছে চিড় ধরেছে। মৃত হাতিগুলি চিত হয়ে, উপুড়
হয়ে পড়ে আছে অস্বাভাবিক মনে হল। পার্বত্য কার্বিয়ানলঙ
জেলার সীমান্তে নগাঁও জেলার এই স্থানটি হাতিদের যাতায়াতের করিডোর
হিসাবে পরিচিত। গ্রামবাসীরা জানান, প্রতিদিন রাতে হাতিদের
গর্জন শোনা যায়। এই দুর্গম
এলাকা থেকে হাতিগুলি জনপদে উপদ্রব করে। বন বিভাগ ঘটনা স্থলে গিয়েছে উদ্ধার অভিযান চালাচ্ছে। বন বিভাগ এই ঘটনা তদন্ত
করবে বলে জানা গেল।ঘটনায় উদ্বেগ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বন মন্ত্রী পরিমল শুক্ল বৈদ্য কে ঘটনাস্থল পরিদর্শন এর নির্দেশ দেন।









কোন মন্তব্য নেই