'সবার উপরে মানবসেবা, তাঁর উপরে কিছু নেই ': মুন স্বর্ণকার
জপমালা চক্রবর্তী, হাইলাকন্দি : "সেবাই সংগঠন" দিবস উদযাপন উপলক্ষে জেলার কোভিড আক্রান্ত রোগীদের মধ্যে বিজেপি নেত্রী মুন স্বর্ণকার ফলমূল বিতরণ করেন। কেন্দ্রীয় সরকারের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে হাইলাকান্দি জেলা বিজেপি কার্যালয়ে সম্পূর্ণ কোভিড প্রটোকল মেনে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সভাপতি স্বপন ভট্টাচার্য দিবসের সূচনা করেন। "সেবাই পরম ধর্ম" বর্তমানের এই পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়িয়ে প্রয়োজনে তাদের প্রতি সাহায্যের আহ্বান জানান সভাপতি মহাশয়। আজ তিনি বিজেপি নেত্রী মুন স্বর্ণকার কে সাথে নিয়ে আলগাপুর, সরসপুর, চন্ডিপুরের বিভিন্ন স্থানে থাকা কোভিড হাসপাতাল ও কোরেন্টাইন সেন্টার গুলি পরিদর্শন করে ডাক্তার, নার্স , কর্মরত অন্যান্য ব্যাক্তি সহ রোগীদের খোজখবর নেন। মুন স্বর্ণকার সবাইকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অতীতের সবকিছু ভুলে একসাথে কাজ করার আহ্বান জানান। যেকোনো ধরণের পরিস্থিতিতে তিনি সবার সাথে আছেন এবং জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতায় তিনিও দায়িত্ব পালন করে যাবেন বলে জানিয়েছেন। আজকের এই সেবা দান অনুষ্ঠানে জেলা যুব মোর্চা সভাপতি সঞ্জয় রায়, মন্ডল সভাপতি ভূষণ দেব, বিধান চন্দ সহ অন্যান্য দলীয় নেতাকর্মীরা নেত্রীর সাথে ছিলেন।
কোন মন্তব্য নেই