পশ্চিমবঙ্গে আংশিক লকডাউন ঘোষণা, গুয়াহাটিতে কন্টেন্টমেন্ট জোন
অমল গুপ্ত, গুয়াহাটি : উত্তর পূর্বাঞ্চলের সিংহদুয়ার গুয়াহাটি মহানগর অতিমারী করোনা সংক্রমণের হটস্পটে পরিণত হয়েছে। মহানগরে দৈনিক দু-হাজার আক্রান্ত হচ্ছে। এই সময়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের অবস্থা ভয়াবহ, ২৪ ঘন্টায় ৪১ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে দিনে প্রায় ৫ হাজার আক্রান্ত হয়েছে। রাজ্যে আংশিক লকডাউনের ফলে আজ বেলা ২ টা পর্যন্ত দোকান পাট ব্যবসা প্রতিষ্ঠান অফিস খোলা ছিল। বিকাল ৬ থেকে নাইট কারফিউ শুরু হয়েছে ভোর ৫ টা পর্যন্ত। গুয়াহাটি মহানগরের যে সব ওয়ার্ডে ৪০০র বেশি আক্রান্ত হয়েছে সেই ওয়ার্ডগুলো মাইক্রো কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। ২৮, ১৬ এবং ৮ নম্বর জোনের অধীন পৌরনিগমের ওয়ার্ডগুলো কাল ২টা থেকে মাইক্রো কন্টেন্টমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়। বশিষ্ঠ বেলতলা, হাতিগাঁও, এটি রোড প্রভৃতি এলাকা এই জোনে পড়বে। কেবল মুদি ফল মূল, দোকান সকাল ৮ টা থেকে বেলা ১২টা পর্যন্ত খোলা থাকবে। এটিএম, ব্যাংক, ইন্সুরেন্স, ঔষধের দোকান পেট্রোল পাম্প প্রভৃতি জরুরি পরিষেবা অব্যাহত থাকবে বলে কামরুম জেলার
ডেপুটি কমিশোনার সাংবাদিক সম্মেলনে জানান। প্রথমে মূলত ১৪ দিনের জন্য দিলেও পরিস্থিতি পর্যালোচনা করে সময়সূচি কম বেশি হতে পারে। এই সময় ওই এলাকার মানুষ বাইরে যেতে বা ভেতরে প্রবেশ করতে পারবে না। ওদিকে, পশ্চিমবঙ্গে করোনা ঠেকাতে কাল থেকে লোকাল ট্রেন অনির্দিষ্টকালীন বন্ধ, ৫০ শতাংশ মেট্রো, ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালানো প্রভৃতি সিদ্ধান্ত জানিয়ে রাজ্যে আংশিক লকডাউন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিমান যাত্রীদের আর টি পি সি আর নেগেটিভ রিপোর্ট না থাকলে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। সকাল ৭টা থেকে ১০ টা, ১২টা থেকে ৩ টা ৫টা পর্যন্ত দোকান পাট খোলা থাকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর রাজ্যপাল জগদীপ ধনকর রাজ্যে অবিলম্বে শান্তি শৃঙ্খলা রক্ষার জোরালো আবেদন জানান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যে হিংসা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন পুলিশ প্রশাসনকে। কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি তৃণমূল সংঘর্ষ কমছে না। এপর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি তোলেন। তিনি মমতার শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করেন। সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা আজ জগদলে এক নিহত ব্যক্তির বাড়িতে যান। তিনি অভিযোগ করেন এক সভ্য দেশে এই ঘটনা মেনে নেওয়া যায় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। মুখ্যমন্ত্রী আজ প্রধানমন্ত্রীকে এক জরুরি চিঠি পাঠিয়ে বিনামূল্যে সকলকে ভ্যাকসিন দেওয়া ও ৫০০ মেট্রিক টন অক্সিজেন পাঠানোর আর্জি জানান। বিজেপি সভাপতি জে পি নাড্ডা জানান, দিল্লিতে ফিরে গিয়ে সংসদীয় বোর্ডের বৈঠক ডাকা হবে। তারপর একজন পর্যবেক্ষককে অসমে পাঠানো হবে। তিনি দলীয় নেতা ঠিক করে রিপোর্ট দেবেন। কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান উপদেষ্টা বিজয় রাঘবন আজ দেশকে ভয়ংকর খবর দিয়ে বলেছেন, দেশে করোনার তৃতীয় ওয়েভ আসছে। তা অবধারিত কোনোভাবে আটকানো যাবে না।










কোন মন্তব্য নেই