১৫তম অসম বিধানসভায় আজ এক ঐতিহাসিক ইতিবাচক নজির স্থাপন
অমল
গুপ্ত, গুয়াহাটি
: ১৫তম অসম বিধানসভা আজ এক
ঐতিহাসিক ইতিবাচক নজির
স্থাপন করল। বিধানসভার দ্বিতীয় দিন অপরাহ্নে রাজ্যপাল
জগদীশ মুখী ভাষণ দিতে গিয়ে বিরোধীদের
কোনো বাধা না পেয়ে সম্পূর্ণ ভাষণ
পাঠ করলেন। যা
তিন দশকের বিধানসভার ইতিহাসে দেখা
যায়নি। রাজ্যপাল আজ তার
ভাষণে আলফার প্রসঙ্গ তুলে অপহৃত
রিতুল শইকিয়াকে
আলফা আজ মুক্তি দেওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, আলফা তিন
মাসের জন্যে অস্ত্র বিরতির ডাক
দিয়েছে। তাকে স্বাগত জানিয়ে রাজ্যপাল
মুখী এই সময় হিংসা
বর্জনের আহ্বান
জানিয়ে বলেন, শুধু
অস্ত্র বর্জনের ডাক দিলেই
হবে না, আলফাকে নির্দিষ্ট গ্রাউন্ড
পলিসি তৈরি করতে হবে। ইতিবাচক পথে এগিয়ে
আসতে হবে। রাজ্যপাল বলেন, আলফার
অস্ত্র বর্জনের ডাক অসমে শান্তি ত্বরান্বিত হবে। আজ রাজ্যপাল
আলফার প্রসঙ্গ উত্থাপন করার সময় বিধানসভাতে
খবর আসে আলফা রিতুল শইকিয়াকে
মুক্তি দিয়েছে। আলফার স্বঘোষিত
কমান্ডার ইন চিফ পরেশ বাড়ুয়া
বলেছেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার
ওপর তাদের আস্থা আছে ১০০ শতাংশ
বিশ্বাস আছে। তার
আহ্বানে সাড়া দিয়ে আমরা রিতুলকে ছেড়ে দিলাম। এবার
মুখ্যমন্ত্রী অসমের বেকার যুবক-যুবতীদের যাতে ওএন জি সি সহ তেল কোম্পানিগুলো
চাকরি দেয় তা সুনিশ্চিত করতে হবে। তিনি বলেন, তারা আলোচনায় রাজি
তবে কেন্দ্রীয় সরকারকে বোঝাবার
দায়িত্ব মুখ্যমন্ত্রীর। আমাদের
বিশ্বাস মুখ্যমন্ত্রী পারবেন। আলফা
কমান্ডারের এই বার্তায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব
শর্মা সন্তোষ প্রকাশ করে স্বাগত জানিয়েছেন। অসমের
বিধানসভার ইতিহাসে আরেক রেকর্ড নতুন
বিধাসভার সূচনাতে এত সংক্ষিপ্ত ভাষণ আগে কেউ দেননি।
মাত্র ১২/১৪
মিনিটে ভাষণ শেষ হয়। কংগ্রেস ও এআইইউডিএফ
এই দুই বিরোধী
দল টু -শব্দ
করেনি।









কোন মন্তব্য নেই