Header Ads

অসমে গো সুরক্ষা আইন আসছে

 


অমল গুপ্ত, গুয়াহাটি : রাজ্য পাল জগদীশ মুখী   অসমের কোভিড পরিস্থিতি নিয়ে বিস্তারিত বক্তব্য   রাখেন। তিনি বলেন,  অসম দেশের   রাজ্যের  মধ্যে এক এক রাজ্য কোভিড মোকাবিলায়   এগিয়ে আছে, হাসপাতাল, আই সি ইউ বেড, অক্সিজেন  সব ক্ষেত্রে   এগিয়ে আছে।  ভ্যাকসিন  প্রদানের ক্ষেত্রে আশার কিরণ দেখা যাচ্ছে। কেন্দ্র ৪৫ বছরের  উর্ধে   মানুষদের  টিকা দেবে। অসম সরকার ১৮ থেকে ৪৪   বছরের মানুষদের যেকোন ভাবে টিকা দেওয়ার ব্যবস্থা করবে। উদ্বেগ প্রকাশ করে বলেন, ব্রহ্মপুত্র উপত্যকায় বহু মানুষের প্রাণ গেছে, মানুষের  জীবনের নিরাপত্তা  প্রদানের, তাদের সুস্থ সবল রাখা  সরকারের কর্তব্য  মধ্যে পড়ে।  তিনি বলেন, এই ব্যাপারে  সরকার কোনো ধরনের কার্পণ্য করবে না।  রাজ্যপাল  অসমের বন্যা ও ধসের সমস্যা সমাধানে বহুবিধ  পরিকল্পনা হাতে নিয়েছে  রাজ্যের  নদী উপ নদীগুলো   সম্পর্কে বিস্তারিত   তথ্য জোগার করে  বন্যার  স্রোত নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হবে। যাতে অসমের বন্যা  সমস্যা  চিরতরে   সমাধান হয়। অসমের যে সব সত্ৰ আছে তার   বেদখলমুক্ত করবে সরকার।   অসম সরকার   বেকারদের   চাকরি দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। বছরে লাখ  চাকরি দেবে।  প্রাইভেট  কোম্পানিগুলো যাতে  চাকরি দেওয়ার  ক্ষেত্রে  এগিয়ে  আসে, বেকাররা   চাকরি পাই তার সব ব্যবস্থা  করা হবে। যার ফলে   অসমে  বছরে লাখ চাকরি দেওয়া সম্ভব হবে। রাজ্যপাল  বলেন, এ সম্পর্কে রোড ম্যাপ  তৈরি  করা হয়েছে। তিনি মহিলাদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি রূপায়ণের কথা জানান।  মাইক্রো  ফিন্যান্স কোম্পানি থেকে ঋণ  নেওয়া মহিলাদের ঋণ মকুবের ব্যবস্থা হয়েছে, এই ব্যপারে এক কমিটি গঠন করা হয়েছে।   শিল্প  বিকাশের নানা    প্রকল্প  হাতে নেওয়া হয়েছে, মাছ ফল মূল উৎপাদনে   বিশেষ জোর  দেওয়া হয়েছে। নুমলিগর  তেল   প্রকল্প সরকার ২৬  শতাংশ শেয়ার কিনে  আর্থিক  পরিস্থিতিকে শক্তিশালী করার পদক্ষেপ নেওয়া হয়েছে।

অসম থেকে প্রতি বছর হাজার হাজার গরু বাংলাদেশে চোরা পাচার  হয়।  অসম সরকার গরু সংরক্ষণ বিল আনবে আগামী বছর। রাজ্যপাল এই কথা জানিয়ে বলেন, গরু  দেশের সম্পদ   তাকে   রক্ষা করতে হবে।  বাইরে পাচার   বন্ধ  করা হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা  বিরোধীদের   ধন্যবাদ  জানিয়ে বলেন, বিধানসভাতে  আজ যেভাবে  বিরোধীরা সহযোগিতার হাত বাড়িয়ে  দিয়েছে সরকার ও   সহযোগিতার হাত  ধরবে। বিধানসভাকে সুষ্ঠুভাবে চালানো হবে। তিনি বলেন, মুলতুবি প্রস্তাব থেকে  শুরু করে   বিরোধীদের  সব নোটিশ   গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। মুলতুবি প্রস্তাব মানেই সরকারের পরাজয়  নয়।  সে কথা  দলের বৈঠকে  বুঝিয়েছি।   অধ্যক্ষ  বিশ্বজিৎ দৈমারী সরকার এবং বিরোধীপক্ষ আজকের মত  সহযোগিতার  সঙ্গে চললে অসমের গণতান্ত্রিক  পরম্পরা   শক্তিশালী হবে।অসমের  বিকাশের পথে এগিয়ে যাবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.