Header Ads

মুখ্যমন্ত্রীর ওপর 100 শতাংশ বিশ্বাস আছে,বললেন আলফা কমান্ডার পরেশ বড়ুয়া

নয়া ঠাহর,গুয়াহাটি:আলফা  মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাতর আহ্বানে তাৎক্ষণিক ভাবে সাড়া দিয়ে পণ বন্দি রিতুল সইকিয়া কে ছেড়ে দেয়।রাতুল কে ছেড়ে দেওয়ার পর আলফা কমান্ডার   পরেশ  বড়ুয়া আজ  ডি ওয়াই 365 র বিশেষ প্রতিনিধি অতনু ভূঁইয়া কে টেলিফোন করে   স্মরণ করিয়ে দেন  আলফা কথা রেখেছে। এবার তাদের দাবি মেনে ও এন জি সি সহ তেল কোম্পানিগুলো  অসমের বেকার যুবক যুবতীদের চাকরি দিক। মুখ্যমন্ত্রী হিমন্ত  বিশ্ব শর্মার উপর তাদের আস্থা আছে। 100 শতাংশ বিশ্বাস আছে।তাই তিনি তেল কোম্পানিগুলোর ওপর চাপ সৃষ্টি করুক অসমের আর্থিক উন্নয়নে   তেল কোম্পানিগুলো  অর্থ বিনিয়োগ করুক। তেল কোম্পানি গুলোর  হাতে হাজার হাজার কোটি টাকা আছে। বিশিষ্ট সাংবাদিক অতনু জানতে চান এই সব  কর্মসংস্থান কত দিনের মধ্যে করতে হবে? জবাবে পরেশ বড়ুয়া বলেন  হাতে সময় আছে। করোনা উদ্ভুত পরিস্থিতির জন্যে আলফা 3মাসের অস্ত্র বিরতি ঘোষণা করেছে।    রাজ্যের পুলিশ প্রধান ভাস্কর  জ্যোতি মহন্ত,এ ডি জি পি জে পি  সিং, অসম পুলিশ, আধাসামরিক বাহিনীর মিলিত প্রয়াসের ফলে ও এন জি সির কর্মী রাতুল সাইকিয়ার নিরাপদ মুক্তি সম্ভব হল। আজ  রাতুলের সোনারীর বাড়িতে  আনন্দের বন্যা বন্যা বইছে। ছবি এন কে  টিভি র সৌজন্যে   

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.