Header Ads

কোভিড মুক্ত,বন্যা মুক্ত, সন্ত্রাসবাদ মুক্ত সরকার উপহার দেওয়ার অঙ্গীকার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

অমল গুপ্ত, গুয়াহাটি : অসমের ১৫তম মুখ্যমন্ত্রী হিসাবে হিমন্তবিশ্ব শর্মা  শপথ গ্রহণ করে রাজ্যের হিন্দু, মুসলিম সব জনগোষ্ঠীজাতিগোষ্ঠীর   আশীর্বাদ    সহযোগিতা কামনা করে   নির্বাচনী  ইস্তাহার  যথাযথভাবে পূরণ করার আশ্বাস দেন। তার এই  সরকারকে  প্র এক্টিভ সরকার বলে  আখ্যা দিয়ে বলেন, রাত ১২ টা, ভোর ৫টা, বেলা টা  যখনই  দরকার মানুষের  প্রয়োজনে  সারা দেবে সক্রিয় হবে। আজ কোভিড সংক্রমণে  প্রটোকল মেনে রাজ্য পাল জগদীশ মুখী  মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা সহ ১৩ জন মন্ত্রীকে  মন্ত্র গুপ্তির শপথ বাক্য পাঠ করান। আজ বেলা ১২টা শংকরদেব কলক্ষেত্রের  প্রেক্ষাগৃহে  অনাড়ম্বর অনুষ্ঠানে সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনয়াল, মুখ্যমন্ত্রীর মা মৃনালিনি দেবী, পত্নী রিনিকী  ভূঁইয়া, বিশিষ্ট আমন্ত্রিত  বাক্তিদেই উপস্থিতিতে শপথ গ্রহণের পর  প্রথম সাংবাদিক সম্মেলনে  জানালেন আগামীকাল প্রথম ক্যাবিনেট কমিটির বৈঠকে   কোভিড পরিস্থিতি  সহ বিভিন্ন বিষয়ে সরকারের দৃষ্টি ভঙ্গির  প্রতিফলন ঘটবে। চিরাচরিত অসমীয়া পরম্পরার  পোশাকে  শপথ  গ্রহণের আগে মন্দিরে   আর্শীবাদ গ্রহণ করেন।  স্বাস্থ্য, শিক্ষা, পূর্ত্ত ও অর্থ বিভাগের দায়িত্বপ্রাপ্ত  মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা  মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করে  অঙ্গীকার করেন অসমকে করোনা সংক্রমণ মুক্ত করতে সব ব্যস্থা গ্রহণ করা হবে। অসমের জাতীয় জটিল সমস্যা বন্যা ও ধসের সমস্যা সমাধানে  সব ব্যবস্থা গ্রহণ করা হবে। অসমের ৭০ বছরের সন্ত্রাসবাদ সমস্যা সমাধানে তিনি আলফা স্বাধীন  প্রধান পরেশ বড়ুয়ার নাম নিয়ে তাকে অসমের বৃহত্তর স্বার্থে  উন্নয়নের লক্ষ্যে  অস্ত্র ত্যাগ করে সমাজের মূল স্রোতে ফিরে আসার আহ্বান জানান।  তিনি আবার স্পষ্ট করে দেন ১৬০০ কোটি টাকা ব্যয় করে ৫৫ হাজার সরকারি কর্মচারী নিয়োগ করে যে জাতীয় নাগরিকপঞ্জি তৈরি করা হয়েছে, ১৯ লাখ মানুষকে বাদ দিয়ে তালিকা প্রস্তুত হয়েছে তা তিনি মানেন না। এন আর সি প্রসঙ্গে  মুখ্যমন্ত্রী বলেন, সীমান্ত এলাকায় ২০ শতাংশ ও সীমান্ত এলাকা বাদ দিয়ে অন্য এলাকায় ১০ শতাংশ  হারে নতুন করে তালিকা  পুনরায় পরীক্ষা করে নাম বাদ দিতে হবে। যদি পূরনো তালিকা তা থাকে তবে মেনে  নিতে আপত্তি নেই। আদালতকে সেকথা  অবগত করা হবে। রাজ্যের  কোষাগারের অবস্থা ভালোই আছে। তিনি জানান, হাজার কোটি টাকা রাজকোষে জমা আছে।  পাঁচ বছরে সরকারের  ভিত শক্তিশালী, জি ডি পি, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক পরিকাঠামো প্রভৃতি ক্ষেত্রে প্রভূত উন্নতি হয়েছে। সেই ভিতকে আরও শক্তিশালী করা হবে।  সমাজের  অর্ধকাশস্বরূপ মহিলা সমাজের সার্বিক উন্নয়নে  বিশেষ  দৃষ্টি দেওয়া হবে।  মরান, মোটকসহ জনগোষ্ঠীর তপশীল ভুক্ত করতে  ব্যবস্থা গ্রহণের  আশ্বাস দেন। নির্বাচনী আশ্বাস অনুযায়ী মাইক্রো ফাইন্যান্স কোম্পানির থেকে ঋণ  নেওয়া মহিলাদের ঋণ মুকুবের যে আশ্বাস সরকার দিয়েছিল সেই ব্যাপারে আগামীকাল ক্যাবিনেট কমিটির প্রথম বৈঠকে  সিদ্ধান্ত নেওয়া হবে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.