Header Ads

চারজনকে বাদ দিয়ে ৬ জন নতুন মুখ নিয়ে সরকার গড়লেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি :  বিজেপি   অগপ, ইউ পিপি এল  জোট সরকারের মুখ্যমন্ত্রী   হিমন্তবিশ্ব শর্মা   জন নতুন মুখ নিয়ে চারজনকে বাদ দিয়ে সরকার গড়লেন।  বারের অগপ বিধায়ক  খাদ্য বিভাগের ক্যাবিনেট মন্ত্রী ফনিভূষণ চৌধুরী,   রেশম বিভাগের ক্যাবিনেট মন্ত্রী রঞ্জিত দত্ত, রাজস্ব বিভাগের প্রতিমন্ত্রী ভবেশ কলিতা ও গুয়াহাটি উন্নয়ন বিভাগের ক্যাবিনেট  মন্ত্রী   এস ভট্টাচার্য্য, যিনি বিজেপি দলের সভাপতির  দায়িত্বও পালন করেছিলেন। তাদের বাদ দেওয়া হয়েছে। বিজেপি সভাপতি রঞ্জিত দাস, কংগ্রেস দল ছেড়ে বিজেপি দলে যোগ দেওয়া  অজন্তা নেওগবরাকের মন্ত্রী পরিমল   শুক্লবৈদ্যমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী, অগপর দুই মন্ত্রী অতুল বরা, কেশব মহন্ত, নতুন মুখ  ডাক্তার  রনোজ পেগু, ইউ পি পি এল-এর নতুন মুখ ইউ  জি  ব্রহ্ম, নতুন মুখ অশোক সিংহল  নতুন মুখ বিমল বরা, মন্ত্ৰী যোগেন মোহন   মন্ত্রি সঞ্জয় কিষান, মন্ত্রী পীযুষ  হাজারিকা মন্ত্রী পদে শপথ নিলেন। বিভাগ বন্টন হয়নি। আজকের  শপথ গ্রহণ অনুষ্ঠানে মেঘালয়, ণিপুর, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জিতেন্দ্র সিং, বিজেপি  দলের সভাপতি জে পি নাড্ডা,দলের কেন্দ্রীয় নেতা  বৈজয়ন্ত  জয় পান্ডা, বি এল সন্তোষ, রাজ্য নেতা দিলীপ  ইকিয়া  সাংসদ ডাক্তার রাজদীপ রায় সহ বিরোধী দলের  অধিকাংশ বিধায়ক উপস্থিত ছিলেন  মুখ্যমন্ত্রী শর্মা এ আই ডি ইউ এফ প্রধান বদরুদ্দিন আজমলকে ফোন করে  আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি   রাজ্যের বাইরে  আছেন। ইউ ডি এফের অধিকাংশ বিধায়ক উপস্থিত ছিলেন। দলের পক্ষ আমিনুল ইসলাম কোভিড নিয়ন্ত্রণে  মুখ্যমন্ত্রী শর্মার ভূমিকার প্রসংশা করেন। মুখ্যমন্ত্রীর মা মৃণালিনী দেবী  ছেলে  দেশ ও  দশের কাজে নিজেকে  সমর্পণ করবেন বলে  আশা প্রকাশ করে বলেন, জনগণের প্রতি দায়িত্ব বোধ   থাকতে হবে দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে হবে তবেই  সফলতা আসবে। পত্নী রিনিকী  ভুইযা  প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন" বিয়ের পর এই প্রথম জীবনের সুন্দর  মুহূর্ত তিনি বলেন, হিমন্ত সদা কাজের মধ্যে থাকেন। একদিনও  বাড়িতে রেস্ট নিতে দেখিনি। সবসময় বাড়ির বাইরে  থাকেন। গতকাল হিমন্ত বলেন, এবার অনেক পরিশ্রম, কষ্ট করতে হবে।" স্ত্রী রিনিকী বলেন, জীবনের নানা উত্থান-পতন  মধ্যেও   নানা সুখে দুঃখে  তাদের পারস্পরিক সহযোগিতার জীবন। তলের ছবি সাংবাদিক প্রদীপ  বর্মনর সঙ্গে  মুখ্যমন্ত্রী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.