কবি প্রণাম
-আশুতোষ দাস-
জন্ম থেকে মৃত্যু অবধি তোমার কাছে বাঁধা থাকলো ডিঙি।
তুমি আমার মুসকিল আসান তুমি আমার সঙ্গী।
সৃষ্টি জলে অবগাহন রত্ন মানিক খুঁজি।
তুমি আমার হৃদয় জুড়ে নিত্য তোমায় পুজি।
বুকের ভেতর বহন করি নিত্য গীঁথি মালা।
তোমার জন্য কাব্য পুঁথি ফুলে ভরা থালা।
তুমি আমার রবি ঠাকুর শাপলাশালুক দীঘি।
তোমার জন্য না হয় আমি কথা দুটি লিখি।
তুমি আমার আকাশ ভরা সূর্য তারা চাঁদের কণা মুখ।
তুমি আমার আকৈশোরের বিস্ময় হওয়া অবাক করা সুখ।
তুমি আমার কলকাকলী শতফুলের ঘ্রাণ।
তোমার ছোঁয়ায় জেগে ওঠে বিশ্ব জগৎ প্রাণ।
তুমি আমার রবি ঠাকুর মাথায় বিজয় টিকা।
তোমার কাছে সকল কিছু কাব্য লেখা শেখা।
তুমি আমার নাড়ীর বাঁধা বঙ্গ মায়ের গ্রন্থি।
সারা বেলা করছি কর্ম একই পথের পন্থী।
তুমি আমার ঝলমলো বর্ণমালার ছবি।
তোমার পায়ে মাথা ঠেকাই বিশ্বভুবন কবি।
[ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে মনে রেখে কবিতাটি লেখা।- কবি আশুতোষ দাস, হাইলাকান্দি।]









কোন মন্তব্য নেই