করোনা সংক্রমণে যাদের প্রাণ কেড়ে নিল তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : করোনা সংক্রমণে দেশের বহু বিশিষ্ট ব্যাক্তির প্রাণ কেড়ে নিল। পশ্চিমবঙ্গের বিশিষ্ট সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায় চলে গেলেন। চলে যাবার বয়স হয় নি। চলে গেলেন অসমের সিনিয়র সাংবাদিক রুবুল দিহিঙ্গিয়া, নিউজ ১৮ সাংবাদিক মনোজ কলিতা, প্রাক্তন বিধায়ক রানা গোস্বামী, চলচিত্র পরিচালক শম্ভু গুপ্ত, শরীর চর্চা বিদ দেবজিৎ গগৈ ,17মে চলে গেলেন সি আর পি সি নেতা তারামনি চৌধুরী , সমাজকর্মী সৈয়দ মোস্তাফা কায়সর চলে গেলেন।









কোন মন্তব্য নেই