বিধানসভা নির্বাচন-২০২১র কেন্দ্রীয় বুথ ভিত্তিক পর্যালোচনা
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন-২০২১র প্রতিটি বিধানসভা
কেন্দ্রের বুথ ভিত্তিক পর্যালোচনা করার জন্য ভারতীয় জনতা পার্টি, অসম প্রদেশের সভাপতি রণিজত কুমার দাস লোকসভা কেন্দ্রের
ভিত্তিতে যাদের দায়িত্ব অর্পণ করা হয়েছে, তারা মধ্যে শিলচরের সাংসদ পল্লব লোচন দাসকে রাজ্যিক সাধারণ
সম্পাদক, করিমগঞ্জের রাজকুমার শর্মাকে রাজ্যিক সভাপতি, ডিফুর সাংসদ ডাঃ রাজদীপ রায়েক রাজ্যিক সাধারণ সম্পাদক, যোরহাটের পুলক গোঁহাইেক রাজ্যিক উপ-সভাপতি, ডিব্রুগড়ের সাংসদ তপন কুমার গগৈকে রাজ্যিক সাধারণ সম্পাদক, কলিয়াবরের ডাঃ হেমপ্রভা বরঠাকুরকে রাজ্যিক উপসভানেত্রী, লখিমপুরের বিজুলী কলিতা মেধিকে রাজ্যিক উপসভানেত্রী, তেজপুরের স্বপ্ননীল বরুয়াকে রাজ্যিক উপসভাপতি, নগাঁওয়ের রতন তেরণকে রাজ্যিক উপসভাপতি, মঙ্গলদৈয়ের রেখারাণী দাস বড়োকে রাজ্যিক উপসভানেত্রী, গুয়াহাটির বিধায়ক জয়ন্ত মল্ল বরুয়াকে রাজ্যিক উপসভাপতি, বরপেটার জয়ন্ত কুমার দাসকে রাজ্যিক উপসভাপতি, ধুবড়ির ফণীন্দ্র নাথ শর্মাকে রাজ্যিক সাংগঠনিক সাধারণ
সম্পাদক, দিপ্লুরঞ্জন শর্মাকে রাজ্যিক সম্পাদক ও
কোকরাঝারের মিহিনেশ্বর বসুমতারীকে রাজ্যিক উপসভাপতির দায়িত্ব অপর্ণ করা হয়েছে।
কোন মন্তব্য নেই