কোভিড পরিস্থিতির খোঁজখবর নিতে স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তের দুই দিনের বরাক সফর
সানি রায়, শিলচর : বরাক উপত্যকার তিন জেলার কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত দুই দিনের সফর সূচি নিয়ে সোমবার বরাকে আসছেন। বিভাগীয় প্রিন্সিপাল সেক্রেটারিকে সঙ্গে নিয়ে তিনি সোমবার দুপুর একটায় করিমগঞ্জ সিভিল হাসপাতাল পরিদর্শনের পর জিলা প্রশাসনের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে পরিস্থিতির খোঁজখবর নেবেন মন্ত্রী কেশব মহন্ত। এরপর বিকেল পাঁচটায় তিনি হাইলাকান্দি পৌঁছে এসকে রায় সিভিল হাসপাতাল পরিদর্শন করবেন এবং সেখানেও জিলা প্রশাসনের সঙ্গে আরেকটি বৈঠকে মিলিত হবেন স্বাস্থ্যমন্ত্রী মহন্ত। সোমবার শিলচরে রাত কাটিয়ে মঙ্গলবার সকাল ১০টা ১৫ মিনিটে তিনি শিলচর মেডিকেল কলেজ পরিদর্শনের পর জেলা প্রশাসনের সঙ্গে অনুরূপ এক বৈঠকে মিলিত হবেন স্বাস্থ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে নতুন মন্ত্রিসভার দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত প্রথমবারের মতো কোভিড পরিস্থিতির খোঁজখবর নিতে বরাকের ঝটিকা সফরে পা রাখবেন বলে সূত্রের খবর।









কোন মন্তব্য নেই