Header Ads

লামডিং রেল ডিভিশনের রেল কর্মীরা করোনা ভ্যাকসিন থেকে বঞ্চিত

নয়া ঠাহর,গুয়াহাটি:।লামডিং রেলওয়ে ডিভিশনের   কয়েক হাজার কর্মচারী জীবনের ঝুঁকি নিয়ে  করোনা উদ্ভুত জটিল পরিস্থিতি তে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। অথচ আজও রেলকর্মী ও তাদের পরিবার কে  জরুরি প্রতিষেধক   কোভিশিল্ড বা কভ্যাক্সিন টিকা দেওয়া হয় নি। এন এফ রেলওয়ে  এমপ্লয়িজ ইউনিয়নের  সম্পাদক  সমীর লোধ আজ লামডিং ডিভিসনের  ডি আর এম কে এক জরুরি পত্র দিয়ে  অবিলম্বে রেল কর্মী ও পরিবারের সদস্যদের ভ্যাকসিন দেবার দাবি জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.