কোভিডে প্রাণ কেড়ে নিল সারা আসাম কর্মচারী পরিষদের সম্পাদক প্রধান মৃনাল দাসের
সানি রায়, শিলচর : সারা আসাম কর্মচারী পরিষদের সম্পাদক মৃণাল দাসের অকাল মৃত্যুতে গভীর শোক সর্বত্র। গত কয়েক দিন থেকে গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড পজিটিভ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন কিন্তু তবুও শেষ রক্ষা হয়নি। শনিবার সকালে মেডিকেল কলেজ হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর পেয়ে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালের কর্মচারী সংস্থার কর্মকর্তারা গভীর শোক প্রকাশ করেছেন। মৃণাল দাসের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে দুই মিনিট নীরবতা পালন করে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এদিন শোক প্রকাশে সামিল ছিলেন সংস্থার সভাপতি শুধাংশু আচার্য, সংস্থার সম্পাদক ইব্রাহিম আলী লস্কর সহ সভাপতি নাজিম উদ্দিন বরভূইয়া, সহ সম্পাদক কৃষ্ণ চক্রবর্তী।









কোন মন্তব্য নেই